Azad Kashmir: বাম শিক্ষক সংগঠনের টেস্ট পেপারে এবার ‘আজাদ কাশ্মীর’

ABTA test paper now 'Azad Kashmir'

রাজ্য শিক্ষা পর্ষদের পর এবার সিপিএমের শিক্ষক সংগঠন ABTA-র মাধ্যমিক টেস্ট পেপারে। আবারও ফিরে এল ‘আজাদ কাশ্মীর’ (Azad Kashmir)৷ আর তা নিয়েই ফের বঙ্গে আলোড়ল পড়ল৷

সিপিএমের শিক্ষক সংগঠন ABTA-র প্রকাশিত টেস্ট পেপারের ৭০২ পাতায়, ইতিহাসের প্রশ্নে রয়েছে, ‘আজাদ কাশ্মীর কী’? এ প্রসঙ্গে এবিটিএ-এর সাধারণ সম্পাদক সুকুমার পাইন সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, ‘বোর্ডের নবম-শ্রেণির সিলেবাসে আজাদ কাশ্মীর আছে। সিলেবাসের মধ্যে যদি কেউ প্রশ্ন করে থাকে, তাহলে তো সেটা অন্যায় নয়’। তবে তাঁর মতে, এই ধরণের প্রশ্ন দূরে থাকাই বাঞ্চনীয়৷

   

মাধ্যমিকের টেস্ট পেপার প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদও। মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের প্রশ্নপত্রে উল্লেখ ছিল ‘আজাদ কাশ্মীরে’র। এমনকী, ভারতের মানচিত্রে সেই জায়গাটিতে চিহ্নিতও করতে বলা হয়েছে পড়ুয়াদের! তা নিয়ে তুমুল বিতর্ক হয়। শেষপর্যন্ত বিবৃতি দিয়ে ভুল স্বীকার করে পর্ষদ।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন