Monday, December 8, 2025
HomeWest BengalKolkata Cityবুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে মন্তব্য, কুণালকে 'স্কাউন্ড্রেল' বললেন সেলিম

বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়ে মন্তব্য, কুণালকে ‘স্কাউন্ড্রেল’ বললেন সেলিম

- Advertisement -

বুদ্ধবাবুকে নিয়ে তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের করা ফেসবুক পোস্টের জবাবে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বললেন স্কাউন্ড্রেল। কুণাল ঘোষের ফেসবুক পোস্টের কড়া জবাদ দিলেন সেলিম। ফেসবুকে কুণাল ঘোষের মন্তব্য নিয়ে সাংবাদিক প্রশ্ন করলে সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, “আচ্ছা অসুস্থ, চিকিৎসা হচ্ছে, ডাক্তার, পার্টি সমস্ত দায়িত্ব নিয়েছে, সেখানে দাঁড়িয়ে ওই ভদ্রলোকের নাম কোত্থেকে চলে আসল?”

এরপর কুণাল ঘোষের বিতর্কিত পোস্ট নিয়ে মহম্মদ সেলিম বলেন, “উনি পোস্ট পাচ্ছেন না বলে পোস্ট করছেন। রাজনীতিতে আনফর্চুনেটলি…আমি কোন পলিটিক্যাল কমেন্ট করতে চাইনি…কিন্তু আমি যখন থেকে দেখেছি, ছাত্র অবস্থায় আমি যখন থেকে রাজনীতি থেকে উৎসাহিত হয়েছি, পড়াশোনা করেছি, ইংরেজি ভাষায় সবসময় একটা শব্দ ঘোরাফেরা করে, পলিটিক্স সংক্রান্ত, পলিটিশিয়ান সংক্রান্ত, সেটা হচ্ছে স্কাউন্ড্রেল। কিন্তু বাংলা রাজনীতিতে বাংলা ভাষায় আমি তার সমঅর্থ খুঁজে পাইনি, উদাহরণও খুঁজে পাইনি। আপনারা যা বললেন পোস্ট করেছেন, এরপর আমি এর মানের উদাহরণটা বাংলা রাজনীতিতে খুঁজে পেলাম।

   

শনিবার দুপুরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন মুখ্যমন্ত্রী। দল-নির্বির্শেষে সকলেই তাঁর সুস্থতা কামনা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সুস্থতা কামনা করে টুইট করেন। তবে বিতর্ক সৃষ্টি হয় তৃণমূল কংগ্রেস দলের মুখপাত্র কুণাল ঘোষের সোশ্যাল মিডিয়া পোস্টে। তিনি ফেসবুক পোস্টে লেখেন,”বুদ্ধবাবুর আরোগ্য আমিও চাই, উনি সুস্থ থাকুন; কিন্তু দয়া করে আদিখ্যেতার পোস্টে ওঁকে মহাপুরুষ বানাবেন না। উনি সিপিএম আর ওঁর ঔদ্ধত্যপূর্ণ ভুলে বহু ক্ষতি হয়েছে।“ আজ মহম্মদ সেলিম এই পোস্টেরই জবাব দিলেন।

এছাড়া আজ বুদ্ধবাবুকে হাসপাতালে দেখে এসে সেলিম সাংবাদিককের মুখোমুখি হয়ে জানান, “চিকিৎসকরা আছেন, মেডিক্যাল বোর্ডের মিটিং হল। এখানে এখন কী অবস্থা তা নিয়ে আলোচনা হল। এর পরে শর্ট টার্ম কী ব্যবস্থা নেওয়া হচ্ছে সেগুলো তারা স্বীদ্ধান্ত করলেন। বিভিন্ন স্পেশালিস্টরা আছেন। এর আগেও এই হাসপাতালি চিকিৎসা হয়েছেন, আমরা ফিরিয়ে নিয়ে গেছি। এখনও…এই জন্যে এই হাসপাতালে দেওয়া হয়েছে। চিকিৎসকরা যারা যুক্ত আছেন এই হাসপাতালে এবং আমাদেরও যারা চিকিৎসক আছেন তারা তাঁদের এক্সপার্ট অপিনিয়ন দিচ্ছেন। চিকিৎসা সংরান্ত বিষয়ে আমাদের কিচ্ছু বলার নেই। আগের যে অবস্থায় ভর্তি করা হয়েছিল তার থেকে একটু ইম্প্রুভ হয়েছে। আশা করছি একদুদিনের মধ্যে অবস্থা আরও ভালো হবে।“

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular