এ যেন দুই নেত্রীর লড়াই দেখা যাচ্ছে। একজন মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banerjee) যিনি দীর্ঘ সময় বাম জমানায় রাজপথ কাঁপিয়ে জননেত্রীতে পরিণত হয়েছেন। তাঁর বিরুদ্ধে লড়তে গিয়ে সিপিআইএম (CPIM) বিধানসভায় শূন্য হয়ে গেছে। সেই মমতার প্রতিদ্বন্দ্বী বাম যুবনেত্রী (Minakshi Mukherjee) মীনাক্ষী মুখার্জি? এই প্রশ্নে রাজনৈতিক মহল সরগরম। রাজনৈতিক মহলের ধারণা, তৃণমূল (TMC) নেত্রীর বিরোধী ভূমিকার পর বঙ্গ রাজনীতিতে মীনাক্ষীর মতো একজন নেত্রী এসেছেন যাঁর আহ্বানে বহু মানুষ সমবেত হন। সেই সিপিআইএম নেত্রী মীনাক্ষী ধর্মতলায় ইনসাফ সমাবেশের মূল বক্তা।
দুর্নীতির বিরুদ্ধে এবং হিংসার ঘটনায় ন্যায় বিচারের দাবিতে মঙ্গলবার সমাবেশের ডাক দিয়েছে ছাত্র-যুব নেতৃত্ব। সকাল হতেই জেলা থেকে আসা কর্মীদের সমাবেশে মানুষের সংখ্যা বাড়ছে ক্রমাগত৷ বামেদের এই মিছিল শুধুমাত্র কর্মীদের উজ্জীবিত করা নয়, বরং শাসক দলের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছু্ঁড়ে দেওয়া৷
গত বিধানসভা নির্বাচনের আগে চাকরির দাবিতে ধর্মতলা অভিযানের ডাক দিয়েছিল বাম ছাত্র-যুবরাই। বামেদের মিছিলকে প্রতিহত করতে বিরাট আয়োজন করা হয়েছিল প্রশাসনের তরফে৷ সেই মিছিলে আসা মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুতে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। চাকরির দাবিতে আন্দোলনে বিরাট প্রভাব ফেললেও ভোটে কোনও প্রভাব ফেলতে পারেনি বাম শক্তি৷ তবুও দমে থাকেনি ছাত্র-যুবরা।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু শাসক দলকে একটা চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছিল৷ আনিসের মৃত্যুতে দোষীদের শাস্তির দাবি জানিয়ে বিরাট মিছিলের আয়োজন করে বাম ছাত্র-যুব নেতৃত্ব৷ সেবার বাম ছাত্র-যুবদের মিছিল ঘিরে রণক্ষেত্র আকার নিয়েছিল হাওড়ার পাঁচলা। গ্রেফতার হয়েছিলেন মীনাক্ষী মুখার্জী।
সময় বদলে গেছে। কিন্তু প্রতিবাদের সুর আরও একধাপ বাড়িয়ে আজ ধর্মতলায় ইনসাফ সভার ডাক দিয়েছে বাম ছাত্র-যুবরা। গতকাল আনিস খানের বাড়ি থেকে সমাবেশ করেই ইনসাফ সভার সুচনা করা হয়েছে। অন্যদিকে, জেলা জেলা থেকে বাম কর্মীরা আসতে শুরু করেছে। মূলত শহরের তিন দিক থেকে মিছিল করে ধর্মতলায় জমায়েত করবে তাঁরা৷ পরে ওয়াই চ্যানেলে বিরাট সমাবেশের মাধ্যমে কর্মীদের উদ্দেশ্যে ও রাজ্য সরকারের বিরুদ্ধে বার্তা দেবেন শীর্ষ নেতৃত্ব।
মিছিলের পর সমাবেশ নিয়ে সমস্যায় পড়তে হয়েছে আন্দোলনকারীদের৷ ভিক্টোরিয়া হাউজের সামনের পরিবর্তে ওয়াই চ্যানেলে হবে সমাবেশ৷ স্থান বদল হলেও সরকারের বিরুদ্ধে সুর বদল হবে না। স্পষ্ট বক্তব্য বাম ছাত্র-যুব নেতৃত্বের৷