News Desk: বাংলায় লাফিয়ে বাড়ছে দৈনিক সংক্রমণ। এক ধাক্কায় ৪০০০-এর গণ্ডি পার করেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে পেশ করা বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৫১২। দৈনিক পজিটিভিটি রেট ১২.০২ শতাংশ। রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ লক্ষ ৪২ হাজার ৯৯৭।
দৈনিক মৃত্যু রয়েছে এক অঙ্কেই। একদিনে মৃত্যু হয়েছে ৯ জন করোনা রোগীর। করোনায় মোট মৃতের সংখ্যা ১৯ হাজার ৭৭৩।
গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯১৩ জন। মোট সুস্থ হয়েছেন ১৬ লক্ষ ৯ হাজার ৯২৪। বাংলায় সুস্থতার হার ৯৭.৯৯ শতাংশ। সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৩০০।
জেলাগুলির মধ্যে সবথেকে খারাপ অবস্থা কলকাতার। মোট আক্রান্তের অর্ধেকই এখানে। গত ২৪ ঘন্টায় কলকাতায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৯৮। উত্তর ২৪ পরগনায় করোনা আক্রান্তের সংখ্যা ৬৮৮। এই দুই জেলাতেই করোনায় মৃত্যু হয়েছে ২ জন রোগীর।
রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ১৬ থেকে বেড়ে হয়েছে ১৭। ওমিক্রন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন ৩ জন।
উল্লেখ্য, সংক্রমণ বাড়তে থাকায় আগামী ৩ জানুয়ারি থেকে রাজ্যে আংশিক লকডাউন জারি হতে পারে।