তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষের দায়ের করা মানহানির মামলায় সিপিআইএম রাজ্য দফতরে পৌঁছে গেল আদালতের সমন। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ও দলটির যুব নেতা শতরূপ ঘোষকে হাজিরা দিতে হবে আদালতে।
ঘটনার সূত্রপাত সিপি(আই)এম নেতা শতরূপ ঘোষের একতি গাড়িকে নিয়ে। যেখানে শতরূপের গাড়ির দাম উল্লেখ করে শতরূপের নীতিগত অবস্থান নিয়ে প্রশ্ন তুলতেদেখা গিয়েছিল তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে। পরে আলিমুদ্দিনে বসে কুণালকে চাঁচাছোলা ভাষায় জবাব দিয়েছিলেন শতরূপ। কুণালকে টেস্ট টিউব বেবি বলে উল্লেখ করেন শতরূপ। এর জেরে মামলা করেন কুণাল ঘোষ। আগামী ১৩ জুন তিনজনকে হাজিরা দিতে বলা হয়েছে।
বিমান বসু ও মহম্মদ সেলিমের বিরুদ্ধে মানহানির মামলা করার প্রসঙ্গে তৃ়নমূল মুখপাত্র কুণাল় ঘোষের বক্তব্য, শতরূপ ঘোষ যে মন্তব্য করেছে সেটি সিপিআইএম রাজ্য দফতর থেকে। সেই সাংবাদিক বৈঠকে বিমান বসু ও মহম্মদ সেলিমের অনুমতি ছিল। তাই তাঁদেরও দায় রয়েছে। কুণাল দাবি করেন, শুধুমাত্র তাঁকে নয়, তাঁর পরিবারকেও অপমান করা হয়েছে। কলকাতার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামলাটি বিচারযোগ্য বলে মনে করেন এবং সেটি গ্রহণ করেন।
কুণাল ঘোষ জানিয়েছেন, তিন অভিযুক্তকে আগামী ১৩ জানুয়ারি হাজিরা দিতে বলা হয়েছে। তিনি আরও বলেন, আমি প্রথমেই মামলা করিনি। প্রথমে দুঃখ প্রকাশ করার জন্য চিঠি দেওয়া হয়েছিল। কোনও উত্তর আসেনি।