‘পরীক্ষা’ কুন্তলেরও নির্দেশ আদালতের

লম্বা সময়ের টালবাহানার পরে সবে মাত্র শেষ হলো “কালীঘাটের কাকুর” কণ্ঠস্বর পরীক্ষা, এবার পরীক্ষার মুখে পড়বেন কুন্তল ঘোষ। সি বি আই বহুদিন যাবৎ তার কণ্ঠস্বর…

লম্বা সময়ের টালবাহানার পরে সবে মাত্র শেষ হলো “কালীঘাটের কাকুর” কণ্ঠস্বর পরীক্ষা, এবার পরীক্ষার মুখে পড়বেন কুন্তল ঘোষ। সি বি আই বহুদিন যাবৎ তার কণ্ঠস্বর পরীক্ষা করার আবেদন জানাচ্ছিল আদালতে। এবার সেই আবেদনেই সিলমোহর দিলো বিচারভবন। কুন্তলের কণ্ঠস্বরের নমুনা বহুদিন ধরেই চাইছিলো সি বি আই। তাদের সন্দেহ ছিল কালীঘাটের কাকুর সাথে কুন্তল ঘোষ জড়িত। দুজনের মধ্যে কথোপকথনের প্রমাণও পেয়েছে সি বি আই।

এই আবেদন স্বীকৃতি পাওয়ার পরেই তড়িঘড়ি কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার উদ্যোগ নিয়েছে। সম্ভবত পরের সপ্তাহে এই নমুনা সংগ্রহ করা হতে পারে। আজ বিচারভবনে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল এবং সেখানে ছিলেন অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র এবং অয়ন শীল। এক্ষেত্রে অভিযুক্ত কুন্তল ঘোষ কিন্তু ইডি এবং সি বি আই দু তরফেই জামিন পেয়েছেন। শুক্রবার এই শুনানির প্রাথমিক পর্যায়ে সি বি আই এই কণ্ঠস্বর এর নমুনা সংগ্রহ করার আবেদন করে এবং তা স্বীকৃতও হয়।

   

এই মামলায় অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা হয়ে গেছে। বহু টানাপোড়েন কাটিয়ে কালীঘাটের কাকু র নমুনা সংগ্রহ করা হয়েছে। এবার বাকি থাকছে কুন্তলের পরীক্ষা। আগামী ১৮ তারিখের মধ্যে এই নমুনা সংগ্রহ করা হবে বলে জানা যাচ্ছে। সি বি আই কর্তৃপক্ষ জানিয়েছেন, কুন্তল ঘোষ এবং কালীঘাটের কাকুর মধ্যে সম্পর্কের বিষয়টি তাদের তদন্তের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কণ্ঠস্বর পরীক্ষার মাধ্যমে তারা নিশ্চিত হতে পারবেন, যে কথোপকথনের রেকর্ড সত্যিই কুন্তলের এবং সেই রেকর্ডে যে সব তথ্য উঠে এসেছে, তা কতটা গুরুত্বপূর্ণ।

এছাড়া, সি বি আই আরও জানায়, কুন্তল ঘোষের বিরুদ্ধে নিয়োগ দুর্নীতি এবং টাকার লেনদেনের অভিযোগ রয়েছে, যা তদন্তের অংশ হিসেবে প্রমাণিত হতে পারে। কণ্ঠস্বর পরীক্ষার ফলাফল যদি কুন্তল ঘোষের বিরুদ্ধে যায়, তবে তাঁর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে। রাজনৈতিক ও প্রশাসনিক মহল থেকে জানা যাচ্ছে, পরীক্ষার ফলাফল ভবিষ্যতে অনেক গুরুত্বপূর্ণ হতে পারে এবং এটি কুন্তল ঘোষের বিরুদ্ধে আরও প্রমাণাদি জোগাড় করতে সহায়তা করবে। সি বি আই এর মতে এই মামলা অনেকদিন ধরে চলছে এখন, এই কণ্ঠস্বর পরীক্ষা হলে তদন্তের অগ্রগতি হবে এবং আরও নতুন দিক উন্মোচিত হওয়ার সম্ভাবনা রয়েছে।