ফিরহাদকে নিয়ে বিতর্কিত পোস্ট! ‘ভুয়ো অ্যাকাউন্ট’, দাবি মীনাক্ষীর

Minakshi Mukherjee: বিতর্কে জড়ালেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম করে পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই ঘটনাকে কেন্দ্র করে মীনাক্ষীর বিরুদ্ধে…

Minakshi Mukherjee

Minakshi Mukherjee: বিতর্কে জড়ালেন বাম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। DYFI নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম করে পোস্ট ঘিরে শুরু হয়েছে বিতর্ক। এই ঘটনাকে কেন্দ্র করে মীনাক্ষীর বিরুদ্ধে চেতলা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মেয়র ফিরহাদ হাকিম অভিযোগ করেছেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হয়েছে। এই বিতর্কিত পোস্টকে রিপোস্ট করেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। রিপোস্ট করে বাম নেত্রীকে কড়া আক্রমণ করেন কুণাল ঘোষ। অপর দিকে মীনাক্ষী মুখোপাধ্যায় দাবি করেছেন যে ভুয়ো প্রোফাইল থেকে তাঁর নামে এমন পোস্ট করা হয়েছে।

সম্প্রতি এক্স হ্যান্ডেলে মীনাক্ষীর নামে তৈরি করা একটি প্রোফাইল থেকে একটি পোস্ট করা হয়। ওই পোস্টে দেখা যাচ্ছে ফিরহাদ হাকিমের বিকৃত ছবি। সঙ্গে ক্যাপশনে লেখা, ‘৯০ মিলি ঝড় হয়ে গেল! কিছুই বুঝতে পারলাম না’।

   

তীব্র প্রতিবাদ জানিয়ে কুণাল ঘোষ পোস্টটি রিপোস্ট করে লেখেন, ‘ছিঃ মীনাক্ষী। তৃণমূল নেতা ফিরহাদ হাকিম আপনার রাজনৈতিক শত্রু হতে পারেন। কিন্তু তাঁর ছবি বিকৃত করতে গিয়ে দাড়ি, বোতল, মুসলিম সমাজ, মসজিদের ছবি এনে অসম্মান, কুরুচির এই প্রতিফলন ধিক্কারযোগ্য’।

কুণাল ঘোষ আরও লেখেন, ‘এই পোস্ট অবিলম্বে ডিলিট করে ক্ষমা চাওয়া উচিত। রাজনীতিতে পেরে না উঠলেই এমন বিকৃতি আসে। তবে, সিপিএম তো, এরকমই মানসিকতা স্বাভাবিক।’

মীনাক্ষী নামের প্রোফাইল থেকে এমন পোস্টের পর শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোর। তাঁর বিরুদ্ধে তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। পাল্টা পোস্ট করেছেন মীনাক্ষী। নিজের দুটো অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ডিটেলস লিঙ্ক-সহ পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘এ ছাড়া আমার কোনও ফেসবুক অ্যাকাউন্ট, ফেসবুক পেজ, এক্স হ্যান্ডেল (টুইটার) অ্যাকাউন্ট নেই। কিন্তু এর বাইরেও আমার নাম ও ছবি ব্যবহার বিভিন্ন ফেসবুক পেজ ও টুইটার একাউন্ট সামাজিক মাধ্যমে অন্য একাউন্ট থাকলেও থাকতেও পারে।‘

মীনাক্ষী আরও লিখছেন, ‘এই সমস্ত অ্যাকাউন্ট যারা পরিচালনা করছেন বা পোস্ট করছেন, সেই প্রসঙ্গে আমার কোন ভূমিকা নেই। বা কোনো ধরণের পোস্ট সম্পর্কে আমি অবগত নই।’

এই বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি প্রশ্ন করেছেন, “ওটা যদি মীনাক্ষী মুখোপাধ্যায়ের ফেসবুক অ্য়াকাউন্ট না হয় তাহলে তিনি কেন সাইবার ক্রাইমে অভিযোগ করলেন না? কেন বললেন না তাঁর ফেসবুক হ্যাক হয়েছে?”