জোরকদমে চলছে কাজ, শীঘ্রই বিরাট উপহার পাচ্ছেন শিয়ালদহের নিত্যযাত্রীরা

আর মাত্র কিছু দিনের অপেক্ষা! তারপরই বিরাট উপহার পেতে চলেছেন শিয়ালদহের (Sealdah) নিত্যযাত্রীরা। রেলের তরফে যাত্রীদের প্রবেশ-প্রস্থানের জন্য নতুন গেট (Sealdah) বানানো হচ্ছে। দিন কয়েক…

one-after-another-local-train-canceled-in-sealdah-passenger-suffering-is-extreme

আর মাত্র কিছু দিনের অপেক্ষা! তারপরই বিরাট উপহার পেতে চলেছেন শিয়ালদহের (Sealdah) নিত্যযাত্রীরা। রেলের তরফে যাত্রীদের প্রবেশ-প্রস্থানের জন্য নতুন গেট (Sealdah) বানানো হচ্ছে। দিন কয়েক আগে গেটের কাজ শুরু হয়েছে। আপাতত জোরকদমে সেই কাজ চলছে। এজন্য রেলের তরফে ব্যারিকেডও করে দেওয়া হয়েছে।

জুলাই থেকে শিয়ালদহ ডিভিশনের প্রায় সমস্ত ট্রেন ১২ বগি করা হয়েছে। এর ফলে একদিকে যেমন ট্রেনে ভিড় কমেছে, ঠিক তেমনই প্ল্যাটফর্মে অপেক্ষারত যাত্রীদের সংখ্যাও হ্রাস পেয়েছে। এবার নতুন গেট চালু হয়ে গেলে আরও সুবিধা হবে নিত্যযাত্রীদের। শিয়ালদহ উত্তরের ১ এবং ২ নম্বর প্ল্যাটফর্মের সামনেই এই গেট বানানো হচ্ছে।

জুলাইয়ের মাঝামাঝি এই গেট চালু হতে পারে বলে খবর। এর ফলে জুলাইতেই জোড়া উপহার পেতে পারেন যাত্রীরা – এক, সমস্ত ট্রেনে ১২টি কামরা আর দুই, প্রবেশ-প্রস্থানের জন্য নতুন গেট উদ্বোধন। শিয়ালদহ স্টেশনে মসৃণভাবে প্রবেশ ও প্রস্থান করার জন্য এই গেট বানানোর উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। এই গেট চালু হলে যাত্রীদের একটা বড় অংশ উপকৃত হবেন।

তিলোত্তমার গর্বে নতুন পালক, যুগান্তকারী সাফল্য কলকাতা মেট্রোর

প্রসঙ্গত, দীর্ঘ কয়েক বছর ধরে বন্ধ রয়েছে শিয়ালদহ স্টেশনের প্রফুল্ল দ্বার (১ নম্বর স্টেশনের পাশের গেট)। টিন দিয়ে সিল করে দেওয়া হয় ওই গেট। এর ফলে ব্যাপক সমস্যায় পড়েন যাত্রীরা। বহুবার ওই গেট খুলে দেওয়ার দাবি উঠলেও তা মানা হয়নি। এ নিয়ে যাত্রীদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল। একই সঙ্গে স্টেশন লাগোয়া দোকানদারও ক্ষুব্ধ ছিলেন।

Advertisements

অবশেষে যাত্রী ও ব্যবসায়ীদের সেই ক্ষোভ মিটতে চলেছে। যাত্রীদের সুবিধার্থে ১ ও ২ নম্বর স্টেশনে সামনের অংশে নতুন গেট বানাতে চলেছে রেল। সেই কাজই বেশ কয়েকদিন আগেই শুরু হয়ে গিয়েছে। কাজ চলবে টানা ১০ দিন। আর তারপরই বড় উপহার পাবেন যাত্রীরা।

কলকাতায় গেস্ট হাউসে গুলি! বান্ধবীকে খুনের চেষ্টা করে আত্মঘাতী যুবক