ভোট নাকি বনভোজন ধরতে পারেবন না! ভোটের বাজারে একদিকে যেমন বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যাচ্ছে আবার ঠিক একই সময় আহারাদিরও খবর ভেসে উঠছে। মঙ্গলবার সারা দেশে ৯৪ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। বাংলায় মোট ৪ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। কিন্তু ভোটের বাজারে অশান্তির খবরের পাশাপাশি, বনভোজনেরও খবর পাওয়া গিয়েছে। খড়গ্রাম বিধানসভার ইন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের ৭৭ এবং ৭৮ আসলপুর বুথের ঘটনা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোট দিলেই কংগ্রেসের পক্ষ থেকে ভোটারদের জন্য দেওয়া হচ্ছে চা-বিস্কুট, মুড়ি, ঘুগনি। দুপুরে ভোট দিতে আসা ভোটারদের জন্য থাকছে ডিম-ভাত।এ যেন এলাহী ব্যবস্থা। ভোট দিলেই যেন পাত পেড়ে খাওয়ার বন্দোবস্ত। এখানেই শেষ নয়, আরও জানা গিয়েছে যে সুতিতে বিজেপির বিরুদ্ধে ঘুগনি–মুড়ি দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে তৃণমূল। মানে সেখানেও ভোট দিলে পেট পুজো ফ্রী।
তবে এই বিষয়টা একেবারেই ভাল চোখে দেখছে না তৃণমূল। এই বিষয়ে তৃণমূলের খড়গ্রামের তৃণমূল বিধায়ক আশিস মার্জিত বলেন, “কংগ্রেস পালে হাওয়া পাচ্ছে না। বিভিন্ন বুথে কংগ্রেসের এজেন্ট থাকছে না। কর্মীদের ঘুগনি খাওয়ানোর জন্য যে রান্না করেছিল সেটা ভোটারদের বিলি করছে। ওদের এই পরিকল্পনা কোনও দিনই কাজে আসবে না।” তবে এই বিষয়ে কংগ্রেস বিশেষ কিছু বলতে চাইনি, তাঁদের দাবি ভোটারদের ভোটদানে উৎসাহিত করতেই এই পদক্ষেপ।