সংসদে স্মোক বম্ব হামলার পর প্রশ্ন উঠেছে প্রধানমন্ত্রী মোদীর দাবি করা নিরাপত্তা বজ্র আঁটুনি নিয়ে। বুধবারের ঘটনার পর থেকে বিধানসভা ভবনের নিরাপত্তা নিয়ে বিতর্ক চলছিল। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিধানসভার (WB Assembly) অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান নিরাপত্তা নিয়ে বৈঠকের পর একগুচ্ছ নিয়ম জারি করা হলো। এই নিয়মে বিধায়কদের দেখাতে হবে পরিচয়পত্র।
বৃহস্পতিবার বিধানসভায় সমস্ত নিরাপত্তা কর্মীদের নিয়ে বৈঠক করেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিধানসভার নির্দিষ্ট পরিচয়পত্র গলায় ঝুলিয়ে বিধানসভায় ঢুকতে হবে। বিধায়কদেরও দেখাতে হবে পরিচয়পত্র।
বিধানসভায় আগত অতিথিদের জন্য পৃথক দরজা দিয়ে ঢোকার ব্যবস্থা করা হচ্ছে। স্পিকার বলেন, যেসব অতিথি তাঁদের সঙ্গে আসবেন তাঁরা বিধানসভা পশ্চিম গেট দিয়ে প্রবেশ করবেন। সব ভিজিটরদের ছবি তুলেই বিধানসভায় ঢুকতে হবে। গাড়িতে করে কেউ ঢুকতে পারবে না বিধানসভায়। কেউ বিধায়কের গাড়িতে সরাসরি বিধানসভায় ঢুকতে পারবেন না। সংবাদমাধ্যম প্রতিনিধিদের নির্দিষ্ট পরিচয়পত্র নিয়েই বিধানসভায় ঢুকতে হবে বলে জানিয়েছেন স্পিকার।