প্রথমে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অব্যাহতি, তারপর ভোটের তারকা প্রচারকের তালিকা থেকে নাম বাদ, বারবার শিরোনামে উঠে আসছেন কুণাল ঘোষ। এদিকে এত কিছুর পরে বিস্ফোরক দাবি করলেন কুণাল ঘোষ, যা কিনা তৃণমূলের আরও অস্বস্তি বাড়াতে পারে।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কুণাল ঘোষ বলেন, ‘মাসখানেক আগে দলের কাছে আমাকে অব্যাহতি দেওয়ার দাবি জানিয়েছিলাম। তারকা প্রচারকের তালিকায় আমিও ছিলাম, কিন্তু এখন আর নেই। দল নতুন মুখকে সুযোগ দিয়েছে, এটা ভালো দিক।’ এদিকে এসএসসিতে নিয়োগ দুর্নীতি নিয়েও বড় দাবি করেন কুণাল। তিনি জানান, ‘চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে কিছু ভুল হচ্ছে সে ব্যাপারে দলের কাছে দীর্ঘদিন ধরে তথ্য ছিল। সেই কারণেই ২০২১ সালে শিক্ষা দফতর থেকে সরিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। দল যদি এই বিষয়ে গুরুত্ব সহকারে হস্তক্ষেপ করত তবে চাকরি প্রার্থীদের কোনও সমস্যায় পড়তে হত না। আমরা সিস্টেমটিকে অস্বস্তিকর হওয়া থেকে থামাতে পারতাম।
কুণাল বলেন, ‘পার্টিতে যে ঘটনা ঘটছে তা আমি উপভোগ করছি। দলে একটি কমেডি ফিল্ম চলছে।’
#WATCH | Kolkata: TMC leader Kunal Ghosh says, “… One month ago, I had asked the party to release me from my duties. I was also on the star campaigners list, but now I am not. Party has given a chance to new faces, this is a good thing… The party had information for a long… pic.twitter.com/9sZvHNWryS
— ANI (@ANI) May 2, 2024