Coal Scam: অভিষেক-রুজিরাকে দিল্লির বদলে কলকাতায় জেরার নির্দেশ

কয়লা পাচারকাণ্ড (Coal Scam) তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে নয় কলকাতায় জেরা করার নির্দেশ সুপ্রিম আদালতের।     সুপ্রিম…

short-samachar

কয়লা পাচারকাণ্ড (Coal Scam) তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে নয় কলকাতায় জেরা করার নির্দেশ সুপ্রিম আদালতের।

   

সুপ্রিম কোর্টের নির্দেশ, আপাতত অভিষেক-রুজিরাকে কলকাতায় জিজ্ঞাসাবাদ করুক ইডি। কলকাতার বদলে কেন অভিষেককে দিল্লিতে তলব? এই প্রশ্ন তুলে প্রথমে নিম্ন আদালত এবং পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে সমস্যা কোথায়? কেন বারবার দিল্লিতে তলব করা হচ্ছে? আদালতের কাছে উত্তর দিতে সময় চায় ইডি।

এদিন আদালতের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বাল বলেন, কলকাতায় সমস্ত প্রশ্নের জবাব দিতে অভিষেক এবং রুজিরা প্রস্তুত। তাহলে তাঁদেরকে কেন বারবার দিল্লিতে তলব করা হছে?

ইডির তরফে জানানো হয়েছে, এর আগে যখন ইডি কলকাতায় জিজ্ঞাসাবাদ করতে চেয়েছিল, তখন ইডির আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখানো হয়। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা বেশী তাই দিল্লিতে তলব করতে চান তাঁরা।

দুই পক্ষের মন্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট নিম্ন আদালতের নির্দেশে স্থগিতাদেশ জারি করে। পরবর্তী শুনানি হবে ১৯ জুলাই। যদি কোনও বক্তব্য ইডির থাকে , তাহলে তাঁরা সুপ্রিম কোর্টের কাছে লিখিতভাবে জানাতে পারে। একইসঙ্গে আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে ইডি চাইলে ২৪ ঘন্টা আগে নোটিশ দিয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করতে পারে। একইসঙ্গে নিরাপত্তার বিষয়ে মুখ্যসচিব এবং কলকাতা পুলিশ কমিশনারের কাছে চিঠি দিতে পারেন তাঁরা। যদি আইনশৃঙ্খলার অবনতি হয়, সেক্ষেত্রে রাজ্য সরকার দায়ি থাকবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট।

এর আগে একাধিকবার কয়লা পাচার কাণ্ডে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। এর আগে দুই বার দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু হাজিরা বারবার এড়িয়ে গেছেন অভিষেক স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পরেই তাঁকে তলব করা হতে পারে বলে মনে করা হচ্ছে।