তৃণমূল কংগ্রেস (tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে (Rujira Banerjee) বৃহস্পতিবার তলব করেছে ইডি। কয়লাপাচার (coal scam) মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে তাকে। তিনি কি যাবেন নাকি জেরা এড়াবেন?
হাজিরা দিলে দুবার ইডির মুখোমুখি হবেন তিনি। প্রথমে তাকে দিল্লিতে তলব করা হলেও, আদালতে মামলা জেতেন অভিষেকপত্নী। তাকে কলকাতার ইডি দফতরেই জিজ্ঞাসাবাদ করার নির্দেশ রয়েছে আদালতের।
ইডি সূত্রে খবর, রুজিরাকে এদিন তার বিদেশ যাত্রা নিয়ে প্রশ্ন করা হতে পারে। রুজিরার বিদেশ যাত্রার বিষয়ে আদালতের ঠিক কী নির্দেশ রয়েছে তাও জানতে চাইতে পারেন গোয়েন্দারা।
প্রসঙ্গত, গত সোমবার দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়ার অভিযোগ ওঠে অভিবাসন দফতরের বিরুদ্ধে। এরপর কয়েক ঘণ্টা পেরোতেই রুজিরাকে তলব করা হয়।
কয়লা পাচারের একটি মামলায় রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করা হয়েছিল। রুজিরার বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা হয়। তবে সেই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন। সেই মামলায় সুপ্রিম কোর্ট অভিষেক এবং রুজিরাকে রক্ষাকবচ দিয়ে জানিয়েছিল, তাঁদের বিদেশযাত্রার ক্ষেত্রে কোনও বাধা নেই। কিন্তু তারপরও বিমানবন্দরে আটকানো হয়েছে রুজিরাকে।
উল্লেখ্য, ২০২১ সালের ২১ ফেব্রুয়ারি কয়লাপাচার মামলায় অভিষেক স্ত্রী রুজিরাকে নোটিশ দিতে যায় সিবিআই। ২২ ফেব্রুয়ারি অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরকে জিজ্ঞাসাবাদ করতে তার ফ্ল্যাটে যান গোয়েন্দারা।
পরের বছর জুনে কয়লাপাচার মামলায় অভিষেকপত্নীকে জিজ্ঞাসাবাদ করতে তার বাড়িতে ফের হাজির হয় সিবিআই। সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য ডাকা হয় তাকে। সেই ঘটনার পর চলতি বছরের ৮ জুন আবারও তলব করা হল রুজিরাকে।