Coal Scam: কালো টাকার পাহাড় তৈরি করা ‘গজরাজ’ ঘিরে রহস্য, কর্ণধারকে ইডি তলব

কয়লা পাচার কাণ্ডে (Coal Scam) কলকাতায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার হদিস পেয়েছে ইডি। এবার ইডির নজরে নির্মাণ সংস্থা গজরাজ গ্রুপের কর্ণধার বিক্রম শিকারিয়া।

Coal Scam

কয়লা পাচার কাণ্ডে (Coal Scam) কলকাতায় অভিযান চালিয়ে প্রায় দেড় কোটি টাকার হদিস পেয়েছে ইডি। এবার ইডির নজরে নির্মাণ সংস্থা গজরাজ গ্রুপের কর্ণধার বিক্রম শিকারিয়া। তাকে তলব করা হলো। জানা যাচ্ছে বিশেষ রাজনৈতিক দলের প্রভাবশালীদের সাথে গজরাজ কর্ণধারের বিশেষ সম্পর্কের কথা। কয়লা পাচারের কালো টাকা সাদা করার জন্যই এই সংস্থাকে ব্যবহার করা হত। এমনটাই খবর ইডি সূত্রে। কয়লা পাচার মামলায় তৃ়ণমূলের একাধিক নেতা ইডি নজরে।

ইডি তরফে আরও দাবি করা হচ্ছে, টাকা উদ্ধারের পর সংস্থার মালিককে রাতভর জিজ্ঞাসাবাদ করা হয়। তার সঙ্গে শাসক দলের যোগ মিলেছে। টানা জিজ্ঞাসাবাদেও সদুত্তর না মেলায় বৃহস্পতিবার ফের তলব করা হয়েছে ওই গজরাজের তিন কর্তাকে।

   

recover money in the case of coal smuggling

ইডির দাবি কলকাতা শহরজুড়ে গজরাজের যে সমস্ত প্রোজেক্ট রয়েছে, তার বেশিরভাগে বিনিয়োগ হয়েছে করোনা সংক্রমণ সময়ে। কলকাতায় অন্তত ৪২ টি নির্মাণকাজ করেছে এই সংস্থা। যদিও কলকাতা পুরসভার তরফে দাবি করা হচ্ছে, কোনও বেআইনি নির্মাণ করেনি ওই সংস্থা। লকডাউন শেষ হতেই শুরু হয়েছে কাজ।

এদিকে গজরাজ সংস্থার মালিকের কাছ থেকে যে নথি উদ্ধার হয়েছে, তা কয়লা পাচার মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে ইডি। দুর্নীতির শিকড় খুঁজতেই একাধিক জায়গায় অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।