প্রধানমন্ত্রী মোদীর কাছে চিঠি লিখবেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি চেয়ার ছেড়ে দেওয়ার বিস্ফোরক দাবি করেছেন। তবে তাঁর অভিযোগ, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথায় কথায় বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেশদ্রোহীদের সংযোগ আছে। ক্ষুব্ধ মমতার দাবি, যদি জঙ্গিদের সঙ্গে সংযোগ প্রমাণ হয় তাহলে চেয়ার ছেড়ে দেব।
তৃণমূলত্যাগী বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। অভিযোগ তিনি রাজ্যে জঙ্গি বাড়বাড়ন্তর জন্য মুখ্যমন্ত্রীকে নিশানা করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এমন অবস্থানে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি মঙ্গলবার বিধানসভায় কড়া প্রতিক্রিয়া বলেন, শুভেন্দুর বিরুদ্ধে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন।
মমতা বলেছেন, “আমাকে শুনতে হবে যে জম্মু কাশ্মীরের জঙ্গিদের সঙ্গে আমার সম্পর্ক? বাংলাদেশের জঙ্গিদের সঙ্গে থাকি? আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানাব, যে যদি টেরোরিস্টদের সঙ্গে আমার কোনও সম্পর্ক প্রমাণ করতে পারেন তাহলে আমি মুখ্যমন্ত্রীর চেয়ার ছেড়ে চলে যাব।”
মুখ্যমন্ত্রীর এমন মন্তব্যে রাজনৈতিক হাওয়া গরম। কটাক্ষ উড়ে আসছে বিরোধীদের তরফে। বলা হচ্ছে আগামী বছর বিধানসভা নির্বাচন। তার আগেই মুখ্যমন্ত্রী কেন চেয়ার ছাড়তে চাইছেন! যদিও তৃণমূল কংগ্রেসের তরফে বারবার বলা হয়েছে, রাজ্যে বিরোধী দল বিজেপি শুধুমাত্র বিধানসভায় সীমাবদ্ধ। গত কয়েকটি নির্বাচনে বিজেপির হাল করুণ। আগামী নির্বাচনেও আরও খারাপ হাল হবে বিজেপির।