রাম মন্দির ইস্যুতে মমতা: খাবার নেই আর আমাদের টাকা নিয়ে গিয়ে এসব করছে

সংহতি যাত্রায় সব ধর্মের মানুষকে নিয়ে হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক।  দুপুর ৩টে হাজরা থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় পার্ক সার্কাসে। মিছিল…

CM Mamata Banerjee during solidarity march

সংহতি যাত্রায় সব ধর্মের মানুষকে নিয়ে হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অভিষেক।  দুপুর ৩টে হাজরা থেকে শুরু হয়ে মিছিল শেষ হয় পার্ক সার্কাসে। মিছিল শেষে পার্ক সার্কাসে সভায় মমতা। বক্তব্য রাখছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বক্তব্য LIVE –

  • বক্তব্য শেষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  • ভোটের আগে এসব রাজনীতি করোনা। গরিবদের মেরো না। এত গরিব মানুষদের কষ্ট দিয়ে ভোটের কয়েকদিন আগে এই রাজনীতির খেলা। এই মিছিল আমার আজ এই জন্যই যে আমার কথা মন দিয়ে শুনুন এই লড়াই শুরু হয়েছে এবং এই লড়াই আমি করব। খাবার নেই কিছু নেই আর দেখো আমাদের টাকা নিয়ে গিয়ে এসব করছে। জিএসটি নিচ্ছে আমাদের শেয়ার দিচ্ছে না ওই দিকে রাস্তায় বিশাল এলইডি লাইট লাগিয়েছে। সব সাজিয়েছে।কম্পিটিশন করছে এখন।
  • আমার মধ্যে সাহস আছে অন্য কোনও পার্টির লোকের মধ্যে কি সেই সাহস আছে।ওই একটা মন্দিরে গেলাম তাহলেই হয়ে গেল আমি আজকে একা সাহস করে মিছিল বের করেছি, মন্দির মসজিদ গির্জা সব জায়গায় গিয়েছি। আমি শুধু হিন্দু ধর্মের প্রচার নয় আমি চাই হিন্দু, মুসলিম, শিখ, ইশাই সবাই একসঙ্গে থাকুক।
  • আপনারা বলেন যে আমাদের কথা না শুনলে জ্বালিয়ে দেওয়া হবে। কিন্তু জ্বালানো সহজ তবে নেভানোর সহজ নয়। খুনের বদলা খুন নয়। আমাদের পরিবারের সকলকে চুরির বদনামে জেলে পাঠিয়ে দিয়েছে। কিন্তু যদি দেখা হয় তাহলে দেশের টাকা কোথায় গিয়েছে সবকিছুই জানা যাবে। দেশের টাকা গিয়েছে বিজেপির পকেটে।
  • যারা দক্ষিণেশ্বরে স্কাইওয়াক ভেঙে দিতে বলে তারা কি করে হিন্দু ধর্মে প্রবর্তক হতে পারে। আপনারা তো দক্ষিণেশ্বর করেননি, তারাপীঠ করেননি, ফুরফুরা শরীফ করেননি গির্জা চার্জ করেননি, অনুকূল, বাবা লোকনাথ মন্দির করেনি। আপনারা রাম করুন শ্যাম করুন রহিম করুন আল্লাহ করুন যাই করুন আমার কোন সমস্যা নেই। কিন্তু যেই দেশে লক্ষ লক্ষ বেকার চাকরি পাচ্ছে না সেখানে ধর্মের নামে রাজনীতি হচ্ছে।
  • লজ্জা করেনা আপনার ৩৪ বছর সিপিএমকে ক্ষমতায় রেখেছিলেন। একটা মাদ্রাসা পর্যন্ত তারা করেনি, একটা শ্মশান, গির্জা, চার্চ কিছুই করেনি দুর্গাপূজা মানতো না কারণ তারা নাকি নাস্তিক কিন্তু আমি নাস্তিক নই আমি ধর্ম মানি।
  • ভোটের নামে দেশটাকে বিক্রি করছে একদল লোক
  • মনে রাখবেন নির্বাচনের সময় অনেকেই অনেক রকমের কথা বলে তখন ধর্মে ধর্মে সুরসুরি দেয়। বিজেপি যেমন হিন্দু ভোট গুলো নেওয়ার চেষ্টা করছে তেমন তাদের দলের মধ্যে কিছু আছে তারা টাকা দিয়ে মুসলিম ভোট কেনার চেষ্টা করে। ধর্ম ধর্মের জায়গায়। কর্ম কর্মের জায়গায় আমি কর্মের জায়গায় ধর্ম আনিনা।
  • কখনও বিজেপি আমাকে বলে মমতাজ বেগম, আপনাদের কেউ আমায় বলেন উন্নয়ন করিনি
  • সব ধর্মকে বাঁচিয়ে রাখতে বাংলাকেই উদ্যোগী হতে হবে
  • ধর্ম থাকবে ধর্মস্থানে, কর্ম থাকবে কর্মস্থানে
  • অনেকেই নির্বাচনের সময় ধর্মে-ধর্মে সুরসুরি দেয়
  • সর্ব-ধর্ম-সমন্বয়ের মিছিল ছিল, সকলকে কৃতজ্ঞতা জানাই, নমস্কার জানাই।
  • সকলকে কৃতজ্ঞতা জানিয়ে ভাষণ শুরু করলেন মুখ্যমন্ত্রী।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

   
Advertisements
Google News Follow on Google News