Mamata Banerjee: হাজার কোটির প্রকল্প উদ্বোধন, মমতার পাশে অনুব্রত ও কাজল!

ইলামবাজার, বীরভূম – রাজ্যে আরও একবার উন্নয়নের রূপকার হিসেবে চিহ্নিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন বীরভূমের ইলামবাজারে আয়োজিত প্রশাসনিক বৈঠকে রাজ্যের এক হাজার কোটিরও বেশি মূল্যের…

anubrata mamata

ইলামবাজার, বীরভূম – রাজ্যে আরও একবার উন্নয়নের রূপকার হিসেবে চিহ্নিত হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এদিন বীরভূমের ইলামবাজারে আয়োজিত প্রশাসনিক বৈঠকে রাজ্যের এক হাজার কোটিরও বেশি মূল্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন তিনি। মোট ১,১৪২ কোটি টাকার প্রকল্পগুলির মধ্যে রয়েছে সেতু, রাস্তা, পানীয় জল সরবরাহ ব্যবস্থা, বিদ্যালয় ভবন, কমিউনিটি হল, স্বাস্থ্যকেন্দ্র সহ একাধিক মানুষের জীবনমান উন্নয়নে সহায়ক পরিকাঠামো।

এই প্রকল্পগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কয়েকটি হল – নতুন সেতু নির্মাণ, যেগুলি দূরবর্তী গ্রামগুলিকে মূল শহরের সঙ্গে সংযুক্ত করবে। পাশাপাশি বিভিন্ন ব্লক ও গ্রামীণ অঞ্চলে মোট ২৫০ কিলোমিটারেরও বেশি নতুন রাস্তা তৈরি করা হবে ও পুরনো রাস্তা মেরামত করা হবে। এতে পরিবহন ব্যবস্থা যেমন উন্নত হবে, তেমনই কৃষিজ পণ্য বাজারে পৌঁছাতে সুবিধা হবে কৃষকদের।

   

পানীয় জলের সমস্যা দূর করতেও এই প্রকল্পের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে বেশ কিছু জল সরবরাহ প্রকল্প। বিশেষত যেসব অঞ্চলে এখনো ট্যাপ ওয়াটার বা বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই, সেসব জায়গায় নতুন করে পাইপলাইন বসানো হবে এবং জল ট্যাঙ্ক নির্মাণ করা হবে। এতে হাজার হাজার মানুষ উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

শিক্ষার উন্নয়নের দিকটিও এই প্রকল্পে বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে নতুন করে ৪৫টি বিদ্যালয় কক্ষ নির্মাণ করা হবে। সঙ্গে থাকবে শৌচাগার, পানীয় জলের ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ। শিক্ষা ব্যবস্থায় আধুনিকীকরণ ও পড়াশোনার পরিবেশ উন্নত করতেই এই পদক্ষেপ।

সমাজকল্যাণের উদ্দেশ্যে বেশ কিছু কমিউনিটি হলও তৈরি করা হবে। বিভিন্ন ব্লক ও গ্রামে এই কমিউনিটি হলগুলি নির্মাণের ফলে সামাজিক অনুষ্ঠান, প্রশিক্ষণ শিবির, স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প ও অন্যান্য সরকারি পরিষেবা সহজেই দেওয়া যাবে সাধারণ মানুষের মধ্যে।

এছাড়া প্রাথমিক স্বাস্থ্য পরিষেবার প্রসারে একাধিক স্বাস্থ্যকেন্দ্র নির্মাণের ঘোষণাও হয়েছে। শিশুদের টিকাকরণ, মাতৃসেবা ও সাধারণ চিকিৎসা পরিষেবার উন্নয়ন ঘটবে এইসব প্রকল্পের মাধ্যমে।

Advertisements

এই উপলক্ষে মুখ্যমন্ত্রী বলেন, “আমরা কেবলমাত্র ঘোষণা করি না, আমরা কাজ করি। মানুষের প্রয়োজন অনুযায়ী পরিকল্পনা করি এবং সেইমতো দ্রুত কাজ বাস্তবায়ন করি। এই প্রকল্পগুলি শুধুমাত্র পরিকাঠামো উন্নয়ন নয়, মানুষের জীবনের মানোন্নয়ন ঘটাবে। আমরা চাই গ্রামের মানুষ শহরের মতো সুযোগ পাক।”

তিনি আরও জানান, এই প্রকল্পগুলির বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েত স্তরের প্রতিনিধিদের সক্রিয় ভূমিকা থাকবে। প্রতিটি প্রকল্পের জন্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং কাজের মান বজায় রাখার জন্য বিশেষ পর্যবেক্ষণ কমিটি গঠন করা হবে।

বীরভূমের পাশাপাশি অন্যান্য জেলাতেও পরবর্তীতে ধাপে ধাপে উন্নয়ন প্রকল্প নেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন। তাঁর কথায়, “আমাদের সরকার মানুষের সরকার। আমরা রাজনীতি করি না, আমরা মানুষের সেবা করি।”

এই ঘোষণায় বীরভূমের মানুষজনের মধ্যে উৎসাহ ও আশার সঞ্চার হয়েছে। অনেকেই বলছেন, এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে বহুদিনের সমস্যার সমাধান হবে।

সব মিলিয়ে, এই ১,১৪২ কোটি টাকার প্রকল্প রাজ্যের উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বাংলার উন্নয়ন যাত্রা আরও এক ধাপ এগিয়ে গেল, সেই কথাই যেন আজ আবার প্রতিষ্ঠিত হল।