জিআই ট্য়াগের স্বীকৃতি পেল সুন্দরবনের মধু, উত্তরবঙ্গের চাল-সহ বাংলার তিন শাড়ি

পশ্চিমবঙ্গের ৩টি শাড়ি পেল জিআই ট্যাগ। নতুন বছরে বাংলার বড় প্রাপ্তি হল। নদিয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল, মুর্শিদাবাদ ও বীরভূমের কড়িয়াল ও গরদকে এবার জিওগ্রাফিক্যাল…

Beehive

পশ্চিমবঙ্গের ৩টি শাড়ি পেল জিআই ট্যাগ। নতুন বছরে বাংলার বড় প্রাপ্তি হল। নদিয়া ও পূর্ব বর্ধমানের টাঙ্গাইল, মুর্শিদাবাদ ও বীরভূমের কড়িয়াল ও গরদকে এবার জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই ট্যাগ দেওয়া হয়েছে। শুধু শাড়িই নয়, তালিকায় রয়েছে আরও দুটো – সুন্দরবনের মধু এবং উত্তরবঙ্গের সুগন্ধি কালোনুনিয়া চালও। অর্থাৎ পাঁচটি জিআই ট্যাগের স্বীকৃতি পেল বাংলা।

বাংলার নতুন পাঁচটি জিআই ট্যাগ প্রাপ্তি উচ্ছ্বসিত সকলেই। এক্স হ্যান্ডেলে পোস্ট করে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তিন শাড়ি টাঙ্গাইল, গরদ ও কড়িয়ালের জিআই ট্যাগ প্রাপ্তির কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বাংলার সব বস্ত্রশিল্পীকে অভিনন্দন জানান এই সাফল্যের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘তাঁদের সকলের জন্য গর্বিত।’

Advertisements

   

এর আগে বাংলার রসগোল্লা ও মিহিদানাকে জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনের স্বীকৃতি দেওয়া হয়েছে। জিআই ট্যাগ পেয়েছে পুরুলিয়ার ছৌ-নাচের মুখোশও। এবার জিআই ট্য়াগের স্বীকৃতি পেল, সুন্দরবনের মধু, উত্তরবঙ্গের চাল-সহ বাংলার তিন শাড়ি।