TMC 21 July: ২১ জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে মমতা, চায়ে চুমুক দিতে দিতে শুনলেন খুঁটিনাটি

শনিবার একুশে জুলাইয়ের (21 July) মঞ্চ পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মঞ্চ ঘুরে দেখেন…

শনিবার একুশে জুলাইয়ের (21 July) মঞ্চ পরিদর্শনে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গে ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মঞ্চ ঘুরে দেখেন পুলিশ কমিশনার বিনীত গোয়েল।

এদিন ২১ জলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) ঘিরে দেখা যায় বাঁধভাঙা উচ্ছ্বাস। ফিরহাদ ছাড়াও মঞ্চ ঘুরে দেখেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা। ২১ জুলাইয়ের মঞ্চ ঘুরে দেখেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) থেকে শুরু করে কলকাতা দক্ষিণের সাংসদ শ্রীমতি মালা রায় (Mala Roy)। মঞ্চের নীচে বসে চা খেতে দেখা যায় মুখ্যমন্ত্রী সহ উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতা-মন্ত্রীদের।

   

রবিবার ২১ জুলাইয়ের মঞ্চে থাকছে বড় চমক। তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চে থাকবেন অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সারা দিয়ে কলকাতায় পা রাখছেন অখিলেশ । সূত্রের খবর, ধর্মতলায় ২১ জুলাই মঞ্চে একসঙ্গে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশকে (Akhilesh Yadav)। শনিবার এই বিষয়ে নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

২১ জুলাইয়ের আগে বিরাট বার্তা তৃণমূল সুপ্রিমো মমতার

গত মার্চে লোকসভা ভোট ঘোষণার আগেই ব্রিগেডে সভা করেছিল তৃণমূল। সেই সভা থেকেই ঘোষণা করা হয়েছিল বাংলার ৪২ কেন্দ্রে তৃণমূল প্রার্থীদের নাম। ব্রিগেডে সেদিন ব়্যাম্প ওয়াক করে তাক লাগিয়েছিলেন তৃণমূল নেত্রী। সঙ্গে ছিলেন ‘সেনাপতি’ অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সব প্রার্থীরা। ব্রিগেডে ঐতিহাসিক বহু সভা হয়েছে। কিন্তু তৃণমূলের সেদিনের ‘জনগর্জন সভা’র ব়্যাম্প চমকে দিয়েছিল সকলকে।

সেই চমক এবার থাকছে ধর্মতলায় তৃণমূলের শহিদ দিবসের মঞ্চেও। অন্যান্যবারের তুলনায় এবার ২১শের মঞ্চ কিছুটা অন্যরকম। থাকছে ব়্যাম্প!

মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন, এবার ২১ জুলাই তৃণমূল রাখতে চলেছে জোড়া কর্মসূচি। মঞ্চ থেকে চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যের শাসকদলের দারুণ ফল উৎসর্গ করা হবে শহিদদের প্রতি। ফলে দিনটি জোড়-ফুল বাহিনীর কাছে হতে চলেছে বিশেষ। ফলে নতুনত্বের ছোঁয়া থাকা স্বাভাবিক।

এ বছরের একুশের মঞ্চসজ্জাতে বদল রয়েছে। মঞ্চের সামনের অংশের চওড়ায় খানিকটা বাড়ানো হচ্ছে। থাকছে দলনেত্রীর জন্য আলাদা র‌্যাম্প। সেই মঞ্চ বাঁধার কাজ শেষ হয়েছে । শুক্রবার মঞ্চ পরিদর্শন করেছিলেন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল সহ অন্যান্য আধিকারিকরা।

বৃষ্টিতে যাতে কোনও ক্ষতি না হয় তাই মঞ্চের ব্যাকড্রপ আগের তুলনায় মোটা করা হয় । মঞ্চের দীর্ঘ ৪০ ফুট বাই ৩০ ফুট। থাকছে ১৩ জায়ান্ট স্ক্রিন৷ প্রায় ৪০০০ স্বেচ্ছাসেবক।

কেমন মঞ্চ তৈরী করেছে তৃণমূল ?

– মঞ্চের আকৃতি হবে ইংরেজি অক্ষর এল (L)-এর মত।

– দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য মঞ্চের সামনের ভাগ থাকছে। এই অংশের মাপ ৫২ ফুট বাই ২৮, উচ্চতা ১০ ফুট। আগে এর মাপ থাকতো ৪৮ ফুট হতো।

– দ্বিতীয় ভাগ ৪৮ ফুট বাই ২৪ ফুট, উচ্চতা ১১ ফুট।

– তৃতীয় ভাগ হবে ৪৮ ফুট বাই ২০ ফুট, উচ্চতা ১২ ফুট।

মঞ্চের প্রথম ভাগে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমন্ত্রিত অতিথিরা। বাকি দু’টি মঞ্চে থাকবেন তৃণমূল সাংসদ, বিধায়করা। এছাড়া মুখ্যমন্ত্রীর জন্য আলাদা র‌্যাম্প থাকছে। এছাড়া অন্যান্য মন্ত্রীদের জন্য র‌্যাম্প তৈরি হচ্ছে।