‘আলু যাবে না’, স্পষ্ট জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা

বাংলায় হু হু করে বেড়েই চলেছে আলুর দাম। আর এই নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষের। এমনিতে আলু ছাড়া বাঙালির হেঁশেলের যে কোনো…

বাংলায় হু হু করে বেড়েই চলেছে আলুর দাম। আর এই নিয়ে স্বাভাবিকভাবেই চিন্তা বেড়েছে সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষের। এমনিতে আলু ছাড়া বাঙালির হেঁশেলের যে কোনো রান্না অসম্পূর্ণ। সেখানে যে হারে আলুর দাম বাড়ছে তা নিয়ে চিন্তিত সাধারণ মানুষ থেকে শুরু করে সরকার। এহেন অবস্থায় বিরাট ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় (Mamata Banerjee)।

আপাতত ভিন রাজ্যে আলু পাঠানো বন্ধ রাখতে নিতে ছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। হ্যাঁ ঠিকই শুনেছেন। আজ মঙ্গলবার আলুর দাম নিয়ে মন্ত্রীসভার বৈঠক বড়েছিল। আর সেই বৈঠকেই রীতিমতো ক্ষোভ উগরে দিলেন মমতা।মন্ত্রীসভার বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানালেন, ‘দাম না কমা অবধি ভিন রাজ্যে আলু যাবে না। আগে রাজ্যে কমুক আলুর দাম। দুর্নীতি আটকাতে নতুন সংগঠন করতে হবে।’ আর গোটা বিষয়টি তদারকি করতে রাজ্যের মন্ত্রী বেচারাম মান্নাকে দায়িত্ব দিলেন মমতা।

   

উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আন্তঃরাজ্য বাণিজ্য সম্পূর্ণরূপে নিষিদ্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ায় বাংলার খুচরো বাজারগুলিতে আলুর সংকট দেখা দিচ্ছে।

বাংলার বাজারগুলিতে আলুর দাম বেশ চড়া। যে কারণে আলুপ্রেমী বাঙালি আলু কিনতে গিয়ে রীতিমতো চমকে উঠছেন। পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু বায়বসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায় বলেন, “আলুর দাম নিয়ন্ত্রণে আমরা সরকারকে সাহায্য করলেও ঝাড়খণ্ড, ওড়িশা, অসমের মতো পার্শ্ববর্তী রাজ্যে আমাদের পণ্য পরিবহন করতে দিচ্ছে না। আমরা যে আলু ওই রাজ্যে বিক্রি করি, তা সাধারণত এই রাজ্যের ক্রেতারা খান না। আমরা আমাদের দাবি নিয়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকেছি যে রাজ্য সরকার হয় আন্তঃরাজ্য সীমান্ত খোলা রাখুক বা বাংলার বাইরে আমরা যে পরিমাণ আলু বিক্রি করি তা সংগ্রহ করুক।”

বর্তমানে খুচরো বাজারে আলুর দাম ৩২ থেকে ৩৩ টাকা প্রতি কেজি। রাজ্য কৃষি বিপণন দফতর পরিচালিত ৫০০টিরও বেশি সুফল বাংলার আউটলেটে সবজির দাম কিলো প্রতি ২৯ টাকা।