Mamata Banerjee: ‘ওহে নন্দলাল, গ্যারান্টি কোথায় গেল’, প্রশ্ন মমতার

ব্রিগেডের জনগর্জন সভায় অবশেষে উঠলেন এবং বক্তব্য পেশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা ভোটের আগে আজ রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন সেদিকে…

ব্রিগেডের জনগর্জন সভায় অবশেষে উঠলেন এবং বক্তব্য পেশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। লোকসভা ভোটের আগে আজ রবিবার মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন সেদিকে নজর রয়েছে।

Advertisements

আজ তিনি ব্রিগেডের মঞ্চ থেকে জানান, ‘৪২ জন প্রার্থীকে নিয়ে র‍্যাম্পে হাঁটব।’ এদিন হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানান মুখ্যমন্ত্রী। এদিন জানান, ‘অভিনব তালিকা প্রকাশ আগে দেখা যায়নি। ভোটের নামে কলঙ্ক দেখেছেন? ওহে নন্দলাল, গ্যারান্টি কোথায় গেল?’ নাম না করে এদিন অভিজিৎ গাঙ্গুলির বিজেপিতে যোগদান প্রসঙ্গে কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, বিচারপতিরা আগে চোরেদের জেলে পাঠাতেন। বঞ্চিত ৫৯ লাখ মানুষকে টাকা দিচ্ছি।’