ভিনরাজ্যে বসবাসকারী বাংলাভাষী মানুষদের প্রতি ক্রমবর্ধমান (Cabinet meeting) হেনস্থার অভিযোগকে কেন্দ্র করে ফের সরব হল পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মন্ত্রিসভার বৈঠকে এই ইস্যুতে জোরালোভাবে কেন্দ্র সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন এবং রাজ্যের সব মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন, যাতে তাঁরা নিজেদের এলাকায় সরব হন এবং প্রতিবাদ গড়ে তোলেন।(Cabinet meeting)
প্রশাসনিক সূত্রে খবর, মুখ্যমন্ত্রী বৈঠকে বলেন, “এই রাজ্যে ভিন রাজ্যের প্রায় দেড় কোটি মানুষ সুরক্ষিতভাবে বসবাস করছেন। বাংলা তাঁদের নিজের মতো করেই আশ্রয় দিয়েছে, সম্মান দিয়েছে। কিন্তু এ রাজ্যের প্রায় ২২ লক্ষ মানুষ যাঁরা ভিন রাজ্যে কাজ করেন বা বসবাস করেন, তাঁদের বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। কেন এই বৈষম্য? কেন শুধুমাত্র ভাষার ভিত্তিতে তাঁদের নিশানা করা হচ্ছে?”(Cabinet meeting)
মুখ্যমন্ত্রী আরও বলেন, বাংলায় কেউ কাউকে(Cabinet meeting) ভাষার জন্য অপমান করে না, বা জাতি-ধর্ম দেখে আক্রমণ করে না। “আমরা ঐক্য ও সহাবস্থানে বিশ্বাস করি। কিন্তু আমাদের মানুষকে যখন অন্য রাজ্যে শুধু বাংলা বলার কারণে বাংলাদেশি বলে অপমান করা হয়, আটক করা হয়, তখন তা একেবারেই মেনে নেওয়া যায় না।(Cabinet meeting)
এই ঘটনার প্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভার সদস্যদের নির্দেশ দিয়েছেন, তাঁরা যেন নিজেদের এলাকায় এই ইস্যুতে আন্দোলনে নামেন, মানুষের সঙ্গে কথা বলেন এবং বাংলাভাষীদের সম্মান রক্ষার পক্ষে জনমত গড়ে তোলেন(Cabinet meeting)
তৃণমূলের তরফে অভিযোগ, দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় বাংলাভাষী(Cabinet meeting) বেশ কয়েকজন মানুষকে শুধুমাত্র ভাষাগত পরিচয়ের কারণে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে দিল্লির জয় হিন্দ কলোনিতে পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধিরা। তাঁরা সেখানে বাংলাভাষী নাগরিকদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
এদিকে, বাংলার ভাষা ও সংস্কৃতির অপমানের প্রতিবাদে আগামী ১৬ জুলাই কলকাতার রাস্তায় নামছে তৃণমূল কংগ্রেস। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই প্রতিবাদ মিছিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাঁটবেন। দলের তরফে জানানো হয়েছে, এই মিছিল হবে “বাঙালি অস্মিতার লড়াইয়ের প্রতীক”।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস ‘বাঙালি পরিচয়’ ও ‘ভাষাগত অধিকার’-এর ইস্যুতে আরও বেশি করে জোর দিচ্ছে। এই ইস্যুতে রাজ্যবাসীর আবেগকে ছুঁয়ে যেতে চাইছে দল।
তৃণমূল নেতাদের মতে, বাংলায় বসবাসকারী দেড় কোটি ভিনরাজ্যের মানুষকে সম্মানের সঙ্গে বসবাসের অধিকার দেওয়া হয়েছে। বাংলাও প্রত্যাশা করে, দেশের অন্য প্রান্তে বসবাসকারী বাঙালিদের একইরকম মর্যাদা দেওয়া হোক।
সবমিলিয়ে, ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনকে ঘিরে নতুন করে সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। তৃণমূল কংগ্রেস এবার এই ইস্যুকে সামনে রেখেই রাজ্যজুড়ে এক নতুন জনসংযোগ কর্মসূচি শুরু করতে চলেছে। এবং এই আন্দোলনের মুখে থাকছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।