মমতার ফোন সোরেনকে! প্লাবন আটকাতে দিলেন সতর্কতা

এক নাগাড়ে ভারী বৃষ্টি এবং বন্যার জেরে বিপর্যস্ত বাংলা। দফায় দফায় ভারী বৃষ্টিতে ভাসছে কলকাতা সহ একের পর এক জেলা। সেইসঙ্গে নানা জায়গা থেকে জল…

এক নাগাড়ে ভারী বৃষ্টি এবং বন্যার জেরে বিপর্যস্ত বাংলা। দফায় দফায় ভারী বৃষ্টিতে ভাসছে কলকাতা সহ একের পর এক জেলা। সেইসঙ্গে নানা জায়গা থেকে জল ছাড়ার কারণে বিভিন্ন জায়গায় বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এর ফলে নবান্নের তরফে সকলকে অ্যালার্ট থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মাঝে ফের আসরে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

তিনি আজ রবিবার দুপুরে নিজের এক্স হ্যান্ডেলে বড় দাবি করেছেন। তিনি লিখেছেন, ‘এই মাত্র ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনজির সঙ্গে আমি কথা বলেছি এবং বন্যা পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করেছি। আমি তাঁর সাথে তেনুঘাট থেকে হঠাৎ এবং বিশাল হারে জল ছাড়ার বিষয়টি নিয়ে আলোচনা করেছি। এই জল ছাড়ার কারণে ইতিমধ্যে বাংলায় বন্যা শুরু করেছে। আমি বললাম, ঝাড়খণ্ডের জলে বাংলাকে প্লাবিত করা হচ্ছে, আর এটা মানবসৃষ্ট! আমি তাকে অনুরোধ করেছি দয়া করে বিষয়টি খেয়াল রাখতে।’

   

বাংলার পরিস্থিতির বিষয়ে মুখ্যমন্ত্রীর দাবি, ‘আমি ইতিমধ্যেই পরিস্থিতির উপর নজর রাখছি এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সংশ্লিষ্ট সমস্ত জেলাশাসকদের সাথে কথা বলেছি। আমি জেলাশাসকদের বিশেষ সতর্ক থাকতে বলেছি এবং আগামী ৩/৪ দিনের মধ্যে দুর্যোগ পরিস্থিতির যথাযথ ব্যবস্থা নিতে বলেছি। কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিতে বলেছি।’

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে দক্ষিণ-পশ্চিম বিহার ও সংলগ্ন উত্তর-পশ্চিম ঝাড়খণ্ডে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যদিও আরও একটা ঘূর্ণাবর্তের তৈরি হওয়ার কথা জানিয়েছে বিভিন্ন হাওয়া অফিস। আজ কলকাতা ও তৎসংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করা হয়েছে। সেইসঙ্গে থাকবে বজ্রবিদ্যুতের দাপট। আজ দুপুর বা বিকেলের দিকে বৃষ্টি হতে পারে কলকাতা, বীরভূম।, বাঁকুড়া, দু মেদিনীপুর ও দুই ২৪ পরগণায়।

এরইসঙ্গে মৌসুমী নিম্নচাপ অক্ষরেখাটি আগামী ৬ আগস্ট থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর মারাত্মক আকারে সক্রিয় হতে চলেছে। মঙ্গলবার, বুধবার নাগাদ একটি ঘূর্ণাবর্তের সৃষ্টি হতে চলেছে। এরপর এটি আবার গভীর নিম্নচাপে পরিণত হতে চলেছে।