বর্তমান সমাজের যা পরিস্থিতি তাতে প্রশাসনকেও গুলি করে মেরে দেওয়ার হুমকি দিচ্ছে সাধারন মানুষ। এমনই একটি ঘটনার ছবি ফুটে উঠল বেহালায়। ট্রাফিক সার্জেনকে রাস্তায় ফেলে গুলি করে মারার হুমকি দিয়ে গ্রেফতার হেলমেটহীন মোটরসাইকেল আরোহী। শনিবার সন্ধ্যায় দক্ষিণ ২৪ পরগনার বেহালার জেমস লং সরণীর ঘটনা। যদিও এই ঘটনার পর গ্রেপ্তার হয়েছে অভিযুক্ত।
জানা গিয়েছে, বুড় শিবতলার বাসিন্দা এক যুবক বন্ধুর মোটরসাইকেলের পিছনের আসনে বসেছিলেন। মাথায় ছিল না হেলমেট। তাই দেখে জেমস লং সরণীর ওপর মোটরসাইকেল দাঁড় করাতে বলেন ট্রাফিক আধিকারিক দেবাশিস দাস। এর পর দেবাশিসবাবুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন অভিযুক্ত। প্রথমে তাঁকে দেখে নেওয়ার হুমকি দেন। এর পর মেজাজ নিয়ে বলেন, রাস্তায় ফেলে গুলি করে মারব।
হেলমেট না পরায় জরিমানা করার মতো সাধারণ ঘটনায় প্রাণনাশের হুমকি শুনে ট্রাফিক গার্ডে ফোন করেন ওই আধিকারিক। সেখান থেকে খবর পৌঁছয় বেহালা থানায়। এর পরই ঘটনাস্থলে আসে বেহালা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে।