কলকাতার জাদুঘরে CISF জওয়ানের ওপর এলোপাথাড়ি গুলি

ভর সন্ধে বেলায় কলকাতার জাদুঘরে কাছে শুট আউট। জানা গিয়েছে, শনিবার সিআইএসএফের কর্তব্যরত জওয়ান তারই সহকর্মীকে গুলি করেন। ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।     ইতিমধ্যেই…

short-samachar

ভর সন্ধে বেলায় কলকাতার জাদুঘরে কাছে শুট আউট। জানা গিয়েছে, শনিবার সিআইএসএফের কর্তব্যরত জওয়ান তারই সহকর্মীকে গুলি করেন। ঘটনাকে ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে।

   

ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয়েছে বিপুল পুলিশ বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ৩ থেকে ৪ রাউন্ড গুলি চলেছে। বুলেট প্রুফ জ্যাকেট গায়ে ঘটনাস্থলে রয়েছে পুলিশ। 

শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অবধি ঘটনাস্থলেই লুকিয়ে রয়েছে ওই সিআইএসএফ কর্মী। এই ঘটনায় দুজন কর্মী আহত হয়েছেন। তাঁদের ইতিমধ্যেই উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

গুরুতর ভাবে জখম হয়েছেন সিআইএসএফের হেড কনস্টেবল ও এএসআই। পুলিশ সূত্রে খবর, একজনের মৃত্যু হয়েছে।