HomeWest BengalKolkata Cityসুপ্রিম কোর্টের রায়ের পরের দিনই কলকাতায় সিআইএসএফ আধিকারিকেরা

সুপ্রিম কোর্টের রায়ের পরের দিনই কলকাতায় সিআইএসএফ আধিকারিকেরা

- Advertisement -

সুপ্রিম কোর্টের রায়ের পরের দিনিই কলকাতার আরজিকর মেডিয়াসিল কলেজ হাসপাতলে পৌঁছলেন তুই সিআইএসফা (CISF) কর্মকর্তা। মঙ্গলবার তাঁদের রায়ে আরজি কর হাসপাতলের নিরাপত্তায় সিআইএসএফ জওয়ান মোতায়েন করার কথা বলেছিলেন বিচারকরা। তার পরেই বুধবার ডিআইজি কে প্রতাপ সিংহ ও এসপি পদমর্যাদার এক আধিকারিককে হাসপাতলে আস্তে দেখা যায়। হাসপাতলে এসে হাসপাতলের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথাবার্তা চালাতে দেখা যায় তাঁদের।

মঙ্গলবার আরজি কর হাসপাতালের সুরক্ষা নিয়ে বড় নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এবার কলকাতার আরজি কর হাসপাতাল ও মেডিক্যাল কলেজের নিরাপত্তায় মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। সিআইএসএফ-কে এই হাসপাতালের সুরক্ষার নির্দেশ দেয় দেশের শীর্ষ আদালত। সলিসিটার জেনারেল তুষার মেহতার আবেদনের ভিত্তিতেই এই নির্দেশ দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

   

বুধবার ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, কোন কোন জেলায় চলবে বৃষ্টি? জেনে নিন

মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি হয়। শুনানির সময়ে বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল, ৭০০ রেসিডেন্ট ডাক্তারের মধ্যে বেশিরভাগই নিরাপত্তার অভাব বোধ করছিলেন । চিকিৎসকদের মধ্যে ৩০ থেকে ৪০ জন মহিলা, এবং ৬০ থেকে ৭০ জন পুরুষ ডাক্তার ছিলেন । শুধু নিজেদের পড়াশোনা নয়, পরিষেবা দেওয়ার স্বার্থে সব চিকিৎসকের হাসপাতালে ফিরে আসা উচিত বলে জানান বিচারপতিরা । তাই পর্যাপ্ত পরিমাণে সিআইএসএফ, সিআরপিএফ মোতায়েন করার কথা বলা হয় আর জি কর হাসপাতালে। ইন্টার্ন, রেসিডেন্ট এচিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকরা যাতে কর্মস্থলে ফিরতে পারেন, সেই আক্রনে নিরাপদ পরিবেশ তৈরি করার কোটা বলে সুপ্রিম কোর্ট।

হয় তবে নিরাপত্তার বিষয়টি সুনিশ্চিত করা যাবে। রেসিডেন্ট চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে মেডিকেল কলেজের হোস্টেলেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার আশ্বাস দেন সলিসিটর জেনারেল ।মঙ্গলবার রাজ্য সরকারের আইনজীবী কাবিল সিব্বল এই সিদ্ধান্তের আপত্তি করেননি। সুপ্রিম কোর্টের রায়ের পরের দিনেই কলকাতায় এলেন সিইএএসএফের আধিকারিকেরা। কলকাতা পুলিশের সঙ্গেও কথা বলেন তাঁরা।

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular