সিআইএসএফ জওয়ানের মাথা ফাটল! ভরদুপুরে উত্তপ্ত ঝাড়গ্রাম

ভোটের ষষ্টদফায় উত্তপ্ত হয়ে উঠল ঝাড়গ্রাম। বিজেপি প্রার্থীকে দেখামাত্রই ক্ষেপে যায় এলাকাবাসীরা! তারপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পরে। ইটের আঘাতে কাচ ভেঙে যায় বিজেপি প্রার্থীর…

cisf jawan was injured during vote

ভোটের ষষ্টদফায় উত্তপ্ত হয়ে উঠল ঝাড়গ্রাম। বিজেপি প্রার্থীকে দেখামাত্রই ক্ষেপে যায় এলাকাবাসীরা! তারপরেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পরে। ইটের আঘাতে কাচ ভেঙে যায় বিজেপি প্রার্থীর গাড়ির কাঁচ। শুধু তাই নয়, এক সিআইএসএফ জওয়ানের মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুথ পরিদর্শনে গিয়েছিলেন প্রার্থী। তাঁকে দেখে তাড়া করেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। অভিযোগ, ঢিল ছোড়া হয় তাঁকে লক্ষ্য করে। অভিযোগ, ওই এলাকায় ভোট দিতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ পেয়ে ওই এলাকায় গিয়েছিলেন বিজেপি প্রার্থী।

ঝাড়গ্রামের গড়বেতা বিধানসভার মোগলাপাতা গ্রাম। জানা যাচ্ছে প্রণত টুডু এলাকায় পৌঁছতেই প্রায় এক থেকে দেড়শো গ্রামবাসী তাঁকে ঘিরে গো-ব্যাক স্লোগান দিতে শুরু করেন। তারপরই হঠাৎ করে তাঁরা বড়-বড় ইট-পাটকেল ছুড়তে শুরু করেন। পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে প্রণত টুডুর সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরাও সামাল দিতে পারেননি। কার্যত মাথায় হাত চাপা দিয়ে পালাতে হয় সেখান থেকে। কেন্দ্রীয় বাহিনীকেও ছুটে পালাতে দেখা যায়।

   

গড়বেতায় প্রণত টুডুর গাড়িতে হামলার ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান জখম হয়েছেন। এছাড়াও বিজেপি প্রার্থী প্রণত টুডু নিজেও আক্রান্ত হয়েছেন। তাঁকে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। তিনি সংবাদমাধ্যককে জানান যে, ‘‘ঝাড়গ্রামকে সন্দেশখালি বানিয়ে দিয়েছে তৃণমূল। এখানে আমাদের ভোটারেরা ভোট দিতে পারছেন না। নিরাপত্তারক্ষী ছিল বলে আমি বেঁচেছি। না হলে প্রাণ নিয়ে ফিরতে পারতাম না।’’