প্রাক্তন সাঁতারু বুলা চৌধুরীর (Bula Chowdhury) বাড়ি থেকে পদ্মশ্রী চুরির ঘটনার তদন্তে নামল সিআইডি। পদ্মশ্রীজয়ী বুলা চৌধুরীর হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়ি থেকে চুরি হয় তাঁর পদ্মশ্রী। পদ্মশ্রী চুরির ঘটনায় তোলপাড় হয়ে ওঠে রাজ্য। এরপরই শনিবার তদন্তে নামে সিআইডি (CID)। তদন্তের জন্য শনিবার সকালে সিআইডি আধিকারিক এবং ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞরা ওই বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করেন।
প্রসঙ্গত দেবাইপুকুরের বাড়িতে স্থায়ীভাবে বুলারা থাকেন না। তবে মাঝে মধ্যে আসেন। বৃহস্পতিবার রাতে বাড়ির পিছনের দরজা ভেঙে দুষ্কৃতীরা ঢোকে। বাড়ির একাধিক ঘর ভাঙচুর করা হয়েছে, খোয়া গিয়েছে প্রচুর পুরস্কার-স্মারক।
বহু মূল্যবান জিনিস চুরি হয়েছে। সেই তালিকায় রয়েছে প্রাক্তন সাঁতারুর বহু পুরস্কার, মেডেল ও স্মারক। পরিবারের অভিযোগ যে তাঁর দীর্ঘ ক্রীড়া জীবনের আন্তর্জাতিক ও জাতীয় সাফল্যের প্রতীক পুরস্কারগুলি রয়েছে চুরির তালিকায়। (Bula Chowdhury house theft)
উত্তরপাড়ার এই বাড়িটা ফাঁকা থাকে। সপরিবারে বুলা থাকেন কলকাতায়। আর এই বাড়ির দেখাশোনা করেন তাঁর ভাই মিলন চৌধুরী। চুরির ঘটনা সম্পর্কে তিনি জানান, সামনেই পুজো৷ তার আগে বাড়ি পরিষ্কার করার কথা বলেছিলেন বুলা। ছুটির দিন দেখে সেই কাজ করতেই তিনি উত্তরপাড়ার বাড়িতে যান। ভিতরে ঢুকেই দেখতে পান, পিছনের গেট ভাঙা। এরপর চোখে পড়ে— বুলা চৌধুরীর জেতা একাধিক মেডেল ও স্মারক উধাও। চুরি হয়েছে বাথরুমের কল, এমনকি ঠাকুরঘরের জিনিসও। সঙ্গে সঙ্গেই তিনি বিষয়টি উত্তরপাড়া থানায় জানান।
ঘটনার খবর পেতেই কলকাতা থেকে উত্তরপাড়ায় ছুটে যান বুলা। সেখানে গিয়ে সব দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। তিনি আক্ষেপ করে বলেন, “মেডেল কেন নিচ্ছে? ওগুলো বিক্রি করে কোনও দাম পাওয়া যাবে না। ওগুলো আমার জীবনের সম্পদ, কেরিয়ারের অর্জন। বাড়ি ফাঁকা থাকে বলেই বারবার টার্গেট করা হচ্ছে।” (Bula Chowdhury house theft)
শনিবার ঘটনার তদন্ত শুরু করেন উত্তরপাড়া থানার আইসি অমিতাভ সান্যাল, এসিপি আলি রাজা, ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ইতিমধ্যেই কয়েকজন পরিচিত দুষ্কৃতীকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।