কল্যাণী AIIMS দুর্নীতির তদন্তে CID, অভিযুক্ত বিজেপি নেতারা চিন্তিত

কল্যাণী এইমস (Kalyani AIIMS) নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে যে এই দুর্নীতি মামলার তদন্ত করবে সিআইডি। এদিন কলকাতা হাইকোর্টের…

Kalyani-AIIMS

কল্যাণী এইমস (Kalyani AIIMS) নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। মঙ্গলবার কলকাতা হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছে যে এই দুর্নীতি মামলার তদন্ত করবে সিআইডি। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘নিয়োগ দুর্নীতির তদন্ত CID যেমন করছে, সেভাবেই তদন্ত চলবে।’

উল্লেখ্য, সম্প্রতি কল্যাণী এইমসের নিয়োগে দুর্নীতির তদন্ত করছিল সিআইডি। তদন্তটি সিবিআই-এর হাতে তুলে দেওয়ার অনুরোধ জানিয়ে হাইকোর্টে একটি পিআইএল দায়ের করা হয়েছিল। মঙ্গলবার আদালত এই রায় ঘোষণা করে। এই সিদ্ধান্তে কল্যাণী এইমস-এর সিবিআই তদন্তের দাবি পুরোপুরি খারিজ হয়ে গিয়েছে।

Advertisements

কল্যাণী এইমসের নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক ও কেন্দ্রীয় মন্ত্রীদের বিরুদ্ধে। বিজেপি নেতা-কর্মীদের চাকরি দেওয়ার অভিযোগও উঠেছে। অভিযোগ উঠেছে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে।