Kalyani AIIMS Job Scam: দুই বিজেপি বিধায়ককে তলব সিআইডির

নিয়োগ দুর্নীতিতে (Job Scam) সিবিআই তৎপরতার মাঝেই গা ঝাড়া দিয়েছে সিআইডি। ভবানী ভবনে ডাক পড়েছে দুই বিজেপি বিধায়কের। ধর্মতলায় অমিত শাহের সভার পরেই নিয়োগ দুর্নীতিকাণ্ডে গতি বাড়িয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। রাজ্যের এক বিধায়ক এবং দুই তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হানা এবার সিবিআইয়ের।

Advertisements

অপর দিকে, এবার সিআইডি তলব করল দুই বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা ও বঙ্কিম ঘোষকে। জানা যাচ্ছে দুই বিধায়ককে কল্যাণী এইমস নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয়েছে। আগামী সপ্তাহে রাজ্য গোয়েন্দা শাখার অফিস ভবানী ভবনে তলব করা হয়েছে দুজনকে। সোমবার অর্থাৎ ৪ ডিসেম্বর ডাকা হয়েছে চাকদার বিধায়ক বঙ্কিম ঘোষকে। পরের দিন মঙ্গলবার তলব করা হয়েছে বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রিশেখর দানাকে। দুজনকেই দুপুর ১২টার সময় সিআইডি অফিসে হাজিরা দিতে বলা হয়েছে।

Advertisements

কল্যাণী এইমসে নিয়োগে বেনিয়মের অভিযোগে দীর্ঘদিন ধরে তদন্ত করছে রাজ্যের গোয়েন্দারা। এই দুই বিধায়কের নাম এর আগেও জড়িয়েছিল। তারা সিআইডি অফিসারের মুখোমুখি হয়েছিলেন। অভিযোগ প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন তারা। তদন্তে নেমে বাঁকুড়ার বিধায়কের বাড়িতেও গিয়েছিলেন সিআইডি অফিসাররা। বিধায়ক-কন্যা মৈত্রী দানাকে জিজ্ঞাসাবাদও করেছেন তারা।

উল্লেখ্য, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানার কন্যা মৈত্রী দানাও কল্যাণী এইমসে গ্রুপ ডি পদে চাকরি করেন। প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিধায়কের বিরুদ্ধে। ওপর দিকে, চাকদহের বিধায়ক বঙ্কিম ঘোষের ক্ষেত্রে অভিযোগ রয়েছে, তিনি নিজের পুত্রবধূকে প্রভাব খাটিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন।

এরপর আগামী সপ্তাহে ফের কল্যাণী এইমস নিয়োগ মামলায় ভবানী ভবনে সিআইডির অফিসে তলব করা হল বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা ও চাকদহের বাঁকুড়ার বিজেপি বিধায়ক বঙ্কিম ঘোষকে।