News Desk: রাত পোহালেই বড়দিন। আর বড়দিন মানেই পার্কস্ট্রীটে আলোর রোশনাই। উৎসবের আমেজে মেতে উঠবে শহরবাসী। করোনা আবহে গতবছরের ক্রিসমাস একেবারেই ফিকে হয়ে পড়েছিল। তাই এবারে এক বড় চমক দিতে প্রস্তুত পার্কস্ট্রীট।
এবছর পার্কস্ট্রীটে ঝলমলে আলোর পাশাপাশি দেখা যাবে ৫৪ ফুট লম্বা ক্রিসমাস ট্রি। অ্যালেন পার্কের কিছুটা দূরেই আলোয় সজ্জিত এই ক্রিসমাস ট্রির দেখা মিলবে। তবে এখানেই শেষ নয়। ৫৪ ফুট লম্বা ক্রিসমাস ট্রিয়ের পাশেই দাঁড়িয়ে রয়েছে ৭ ফুট লম্বা সান্টাক্লজ এবং ৭ ফুট লম্বা পরী। তাদের সামনে পড়ে রয়েছে বহু উপহারের বাক্স।
বৃহস্পতিবার এই চমকের আনুষ্ঠানিক উদ্বোধন হল রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের হাত ধরে। দর্শকদের কথা মাথায় রেখে আগামী ৩ জানুয়ারি পর্যন্ত রাখা হবে এই ক্রিসমাস ট্রি।