বিরোধীদের মনোনয়ন নিয়ে কড়া বার্তা বিচারপতি মান্থার যারা মনোনয়ন জমা দিতে পারেননি, তাঁদের নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের।
কলকাতা পুলিশকে নিরাপত্তা দিয়ে হাইকোর্টে হাজির থাকা বিরোধী প্রার্থীদের এখনই মনোনয়ন জমার জন্য গন্তব্যে পাঠানোর নির্দেশ দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।
হাইকোর্টে আসা বসিরহাট, ক্যানিং, ভাঙড়, কাশিপুরের বিরোধী দলের প্রার্থীদের নিজ এলাকায় মনোনয়ন কেন্দ্রে পৌঁছতে কলকাতা পুলিশকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ।
এখনই হাইকোর্টে উপস্থিত সব প্রার্থীকে হেয়ার স্ট্রিট থানায় পৌঁছতে হবে। বাকি প্রার্থীরা এলাকার থানা আবার কোথাও এসপি অফিসে এখনই হাজির হবেন। তাদের পুলিশ নিরাপত্তা দিয়ে মনোনয়ন জমা দিতে নিয়ে যাবে।
বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত যেখানে ভোটের মনোনয়ন জমা নিয়ে গোলমাল হয়েছে, সেই সব থানার ওই সময়ের সিসিটিভি ফুটেজ রাখার নির্দেশ কলকাতা হাইকোর্টের।
কমিশনের আবেদনে বিরক্তি প্রকাশ করেছেন হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। কমিশনকে তাঁর পাল্টা প্রশ্ন, “তাহলে কি গোটা রাজ্যকে স্পর্শকাতর বলে ঘোষণা করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেব? সেটা ভাল হবে?”
নির্দেশ অমান্যের অভিযোগে বিচারপতি বলেন, রায় পছন্দ না হলে উচ্চতর আদালতে যান। নির্দেশ অমান্য করার জন্য দেওয়া হয়নি।