মঙ্গলবার কয়লা পাচার মামলায় (Coal Scam Case) চার্জ গঠন করে এই মামলায় মূল অভিযুক্ত বিকাশ মিশ্রকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির করানো হয়েছে। বিকাশ মিশ্র যিনি বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি রয়েছেন যৌন হেনস্থার মামলার দায়ে তাঁকে হাজির করানো হয়েছিলে। আসানসোলের বিশেষ সিবিআই আদালতে মঙ্গলবার, ১০ ডিসেম্বর ৪৯ জন অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করা হল।
এই তালিকায় অনুপ মাজি ওরফে লালা-সহ অন্যান্য অভিযুক্তদের নাম রয়েছে। কয়লা পাচার মামলায় এর আগে চার্জ গঠন প্রক্রিয়া একাধিক কারণে বারবার স্থগিত হয়ে গিয়েছিল। প্রথমে সিবিআইয়ের দেওয়া চার্জশিটে ৫০ জনের নাম ছিল। তবে এক অভিযুক্ত বিনয় মিশ্র পলাতক থাকায় তার বিরুদ্ধে চার্জ গঠন করা সম্ভব হয়নি।
মমতা-লালু দ্বৈরথকে কটাক্ষ বিজেপির
এছাড়া ২৫ নভেম্বর ২০২৪ তারিখে চার্জ গঠনের প্রক্রিয়া স্থগিত ছিল, কারণ বিকাশ মিশ্র সশরীরে বা ভার্চুয়ালি আদালতে হাজির হতে পারেননি। এই কারণে শুনানির সময়সীমা এক দফা পিছিয়ে দেওয়া হয়। ১০ ডিসেম্বর অর্থাৎ আজ শুনানিতে সকল অভিযুক্তই আদালতে হাজির ছিলেন। তবে বিকাশ মিশ্রসহ তিন জন ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত হন।
এই কয়লা পাচার মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সিবিআই যে চার্জশিট দাখিল করেছে তাতে মোট ৫০ জনের নাম ছিল। তবে চার্জ গঠনের সময় বিনয় মিশ্রের নাম অন্তর্ভুক্ত করা যায়নি কারণ তিনি পলাতক। সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তরা প্রায় ৩১ লক্ষ মেট্রিক টন কয়লা চুরি ও পাচার করেছে। যার ফলে সরকারের ১৩৪০ কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়েছে।
ঘন কুয়াশা জেরে জাতীয় সড়কে মর্মান্তিক দুর্ঘটনা, শান্তিপুরে প্রাণ গেল তিনজনের
এই ঘটনা ২০১৫-২০২০ সালের মধ্যে ঘটেছে, যখন রেলের বিভিন্ন সাইডিং এলাকা থেকে কয়লা চুরির খবর সামনে আসে। প্রথমে আয়কর দফতর এবং পরে সিবিআই এই মামলায় তদন্ত শুরু করে। এ বিষয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়েছেন, ১০ ডিসেম্বর চার্জ গঠনের দিন সকল অভিযুক্তকে আদালতে হাজির থাকতে বলা হয়েছিল।
বিশেষ সিবিআই আদালতের বিচারক আরও জানিয়েছেন, বিকাশ মিশ্রের বিরুদ্ধে যৌন হেনস্থার মামলা কী অবস্থায় আছে, সে সম্পর্কে জানার জন্য প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে মেল পাঠানো হয়েছে। সেইসঙ্গে তিনি জানিয়েছেন, যদি বিকাশ মিশ্রকে ১০ ডিসেম্বরের পরে প্রেসিডেন্সি জেলে রাখা হয় তবে তাঁকে ভার্চুয়ালি আদালতে হাজির করার ব্যবস্থা নেওয়া হবে।
রাজ্যের ৯ জেলায় বৃষ্টি, কবে থেকে জাঁকিয়ে শীত? আপডেট দিল হাওয়া অফিস
আদালত সূত্রে জানা গেছে, চার্জ গঠন প্রক্রিয়াটি পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম ভাগে আছেন অনুপ মাজি (লালা), রতনেশ বর্মা এবং বিকাশ মিশ্র, যাদের বিরুদ্ধে কয়লা পাচার সংক্রান্ত বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে এবং এই তিনজনের বিচার প্রক্রিয়া আলাদাভাবে চলবে। অন্যদিকে, বাকি অভিযুক্তদের মধ্যে বেশিরভাগই কোলিয়ারির ম্যানেজার, নিরাপত্তারক্ষী বা স্থানীয় দোকানদার, যাদের বিরুদ্ধে অভিযোগ কম গুরুত্বের।
কয়লা পাচার মামলায় মোট ৫০ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হলেও, অভিযুক্তদের মধ্যে বেশিরভাগই জামিনে রয়েছেন। জানা যাচ্ছে, ২১ শে জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি। তবে চার্জ গঠনের পর পরবর্তী শুনানিতে কীভাবে এই মামলার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, তা আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করবে।
মর্মান্তিক মৃত্যু! বেলেঘাটায় অগ্নিকাণ্ডে মৃত বৃদ্ধা ও তাঁর পোষ্য
Coal Scam Case: On Tuesday, December 10, charges were framed in the coal smuggling case, and the main accused, Vikas Mishra, was presented virtually in court. Vikas, who is currently imprisoned in Presidency Jail for a sexual harassment case, was brought to court via virtual means. The special CBI court in Asansol framed charges against 49 accused individuals in the case.