Jadavpur University: দীর্ঘ ৮ বছর পর সক্রিয় করা হল অরবিন্দ ভবনের সিসিটিভি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে আবারও সক্রিয় হল সিসিটিভি। দীর্ঘ ৮ বছর পর সেখানে আবারও সিসিটিভি সক্রিয় হয়েছে। যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর পর একাধিক পদক্ষেপ…

Jadavpur University: দীর্ঘ ৮ বছর পর সক্রিয় করা হল অরবিন্দ ভবনের সিসিটিভি

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনে আবারও সক্রিয় হল সিসিটিভি। দীর্ঘ ৮ বছর পর সেখানে আবারও সিসিটিভি সক্রিয় হয়েছে। যাদবপুরে প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যুর পর একাধিক পদক্ষেপ নিতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরই মধ্যে দীর্ঘ ৮ বছর পর অরবিন্দ ভবনে সিসিটিভি চালু হয়েছে। এতদিন ধরে সিসিটিভির নজরদারি বন্ধ ছিল। নজরদারি নিয়ে পোস্টারও রয়েছে যাদবপুরের অরবিন্দ ভবনে।

নিরাপত্তার বিষয়ে সুনিশ্চিত করতে একাধিক পদক্ষেপ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইসরোর বিজ্ঞানীরাও সেখানে এসেছেন, সমস্ত বিষয়ে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা তারা নেওয়ার জন্য তারা ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গিয়েছে। সিসিটি ভি কবে বসবে তা নিয়ে প্রশ্ন ছিল প্রত্যেকের মনে। শেষ পর্যন্ত অরবিন্দ ভবনে দীর্ঘ ৮ বছর পর সিসিটিভি চালু হয়েছে।

জানা গিয়েছে যে প্রাক্তন উপাচার্যরা যারা ছিলেন বিশেষ করে অভিজিৎ চক্রবর্তী তার সময়কালে সিসিটিভি বসিয়ে দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অরবিন্দ ভবনে। এরপর সুরঞ্জন দাস উপাচার্য হিসেবে দায়িত্ব নিলে এই সিসিটিভি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন তিনি বলে অভিযোগ। এরফলে বিভিন্ন জায়গার ক্যামেরা থাকলেও সেগুলোর বিশেষ কাজ ছিলনা বা কোন কার্যকারিতা ছিলনা। কিন্তু অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ বিশ্ববিদ্যালয়ের দায়িতব নেওয়ার পর প্রথম থেকেই ডিসিপ্লিন এবং নজরদারির বিষয়ে বিশেষ জোর দিতেন। গতকাল সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মূল প্রশাসনিক ভবনের সিসিটিভিগুলোকে তিনি ফের সক্রিয় করলেন। উপাচার্যের ঘরে ঢোকার মেন এন্ট্রান্সের সিসিটিভিও সক্রিয় করা হয়েছে। সিসিটিভি সক্রিয় করার সঙ্গে সঙ্গে ‘You are under CCTV surveillance’ পোস্টারও লাগান হয়েছে। ফলে অবশেষে বিকল সিসিটিভি গুলো ফের সক্রিয় হল। এর ফলে প্রশাসনিক ভবনের নজরদারি প্রক্রিয়া শুরু হয়ে গেল।

Advertisements

গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে যান স্বপ্নদীপ কুণ্ডু বলে প্রথম বর্ষের ছাত্র। পরের দিন ভোরে ওই ছাত্রের মৃত্যু হয়। স্বপ্নদীপের পরিবার অভিযোগ করেন যে র্যা গিংয়ের কারণে ওই ছাত্রের মৃত্যু হয়েছে। এরপর থানায় এফআইআর দায়ের করা হয়। থানায় অভিযোগ দায়ের করার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ যাদবপুরের প্রাক্তনী এবং পড়ুয়া মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করে। ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় হয়ে যায় চারিদিক। বিশ্ববিদ্যালয়ের হস্টেলে কেন প্রাক্তনীরা থাকছেন, এই নিয়ে প্রশ্ন ওঠে।