ফের পুর নিয়োগ দুর্নীতিতে CBI তৎপরতা। বরানগর, পানিহাটি, কামারহাটি এই তিনটি পুরসভার নাম সামনে এসেছে। এখানে নিয়োগ দুর্নীতিতে বহু লোকের চাকরি হয়েছিল। সেই হেতু পুরসভার কর্মীদের চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ দিল সিবিআই।
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় এবার উত্তর ২৪ পরগনার একাধিক পুরসভার কর্মী ও আধিকারিকদের তলব। চলতি সপ্তাহেই হাজিরার নির্দেশ। জানা গিয়েছে, বরানগর, কামারহাটি, পানিহাটি, উত্তর দমদম, দক্ষিণ দমদম-সহ যে সমস্ত পুরসভায় এর আগে সিবিআই অভিযান চালিয়েছিল, সেই সমস্ত পুরসভার কর্মী ও আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ডের প্রক্রিয়া শুরু করতে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। মূলত ২০১৪ সালের পর থেকে যে সমস্ত নিয়োগ হয়েছে, তা নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে। জানতে চাওয়া হবে, কোন কোন পদে নিয়োগ হয়েছে, কীভাবে নিয়োগ প্রক্রিয়া চলেছে, কারও নির্দেশে নিয়োগ হয়েছিল কি না।
এর আগেও সিবিআইয়ের তৎপরতায় বেশ কিছু পৌরসভায় অভিযান চালানো হয়। এবার বরানগর, পানিহাটি, কামারহাটি পৌরসভায় নিয়োগে দুর্নীতির যোগ মিলেছে। গতকাল অয়ন শীলের স্ত্রীকে দীর্ঘক্ষণ নিজাম প্যালেস জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। এই জিজ্ঞাসাবাদ থেকে বেশ কিছু তথ্য উঠে এসেছে যার পরেই আজ শুরু হয়েছে তদন্ত। যার মধ্যে উত্তর ২৪ পরগণার বেশ কিছু পুরসভা রয়েছে। সেখানকার যেসব পদাধিকারীরা রয়েছে তাদের সিবিআই ডেকে পাঠিয়েছেন। এই নিয়োগ কারা করেছিল সেই সম্পর্কে যেন তথ্য পাওয়া যায়। তাই সিবিআইয়ের পক্ষ থেকে এই পদক্ষেপ।