Tapas Saha: তল্লাশিতে মিলল না রেহাই, তাপস সাহাকে তলব করল সিবিআই

নিয়োগ দুর্নীতি মামলায় গত শুক্রবার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Trinamool MLA Tapas Saha) বাড়িতে হানা দেয় সিবিআই।  রাত সাড়ে ১৪ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ।

TMC MLA Tapas Saha

নিয়োগ দুর্নীতি মামলায় গত শুক্রবার তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Trinamool MLA Tapas Saha) বাড়িতে হানা দেয় সিবিআই।  রাত সাড়ে ১৪ ঘন্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। তারপরেও তল্লাশিতে মিলল না রেহাই। এবার তাপস সাহাকে তলব করল সিবিআই। আগামী নিজাম প্যালেসে তাঁকে তলব করা হয়েছে। এমনটাই সিবিআই সূত্রে খবর।

সূত্রে খবর, রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা আগেই তাপস সাহা ও তাঁর প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালদের বিরুদ্ধে তদন্ত করছিল। সেখান থেকেই তাপস সাহার বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার প্রমাণ মিলেছে। সেকারণেই এবার তাপসের বাড়তে তল্লাশির পর তলব করল সিবিআই।

অভিযোগ, নদিয়া ও আশপাশের জেলা থেকে প্রাথমিক শিক্ষক, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্যে টাকা নেওয়া হয়েছিল। এমনকি দমকলে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা তুলেছিলেন তৃণমূল বিধায়ক। নিয়োগ দুর্নীতিতে তাপস সাহার প্রাক্তন আপ্ত সহায়ক প্রবীর কয়ালের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খতিয়ে দেখছে সিবিআই। দুই মাসে কোটি টাকার লেনদেন কীভাবে? এই টাকা কার? জবাবে প্রবীর জানিয়েছেন, এই টাকা তাপসের। তবে কী এই টাকা নিয়োগ দুর্নীতির? তা খতিয়ে দেখছে সিবিআই।

   

সূত্রের খবর, সিবিআইয়ের পর এবার তাপস সাহার বিরুদ্ধে পদক্ষেপ নিতে চলেছে ইডি। নিয়োপগ দুর্নীতিতে যে কোটি টাকার লেনদেনের হদিশ মিলেছে, সে সম্পর্কে খতিয়ে দেখতে মাঠে নামছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে তৃণমূলের তিন বিধায়ককে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। তাপসও সহজে মুক্তি পাচ্ছেন না। তা বিধায়ককে তলবের পরেই স্পষ্ট হয়েছে।