কলকাতা: আরজি কর-কাণ্ডে নয়া মোড়৷ নতুন করে এগোতে শুরু করেছে আরজি কর কাণ্ডের তদন্ত। কলকাতা হাই কোর্টে আরজি করের তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলার শুনানি শুরু হওয়ার আগেই নতুন করে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। গতকাল, বৃহস্পতিবার, সিবিআই কর্তৃক হাসপাতালের ৭ জন নার্সকে তলব করা হয়েছিল। এদের মধ্যে চারজন চেস্ট মেডিসিন বিভাগের নার্স, যারা ঘটনার দিন রাতের শিফটে ডিউটিতে ছিলেন।
৮ জন নিরাপত্তারক্ষীকে তলব cbi summons guards in rgi kar case
এবার সিবিআই আরও এক ধাপ এগিয়ে ৮ জন নিরাপত্তারক্ষীকে তলব করল সিজিও কমপ্লেক্সে৷ তাঁদের আজই হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তদন্তকারীরা জানতে চেয়েছেন, ঘটনার রাতে তারা কাদের ঢুকতে বা বেরোতে দেখেছিলেন এবং হাসপাতালের পরিস্থিতি কী ছিল।
নিহত চিকিৎসকের বাবা-মায়ের অভিযোগ cbi summons guards in rgi kar case
নিহত চিকিৎসকের বাবা-মা শুরু থেকেই দাবি করে আসছেন যে, সিবিআই তদন্তের পরও ওই রাতে কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়নি। তাদের মতে, সেই রাতের অনেক কিছু জানেন ওই নার্সরা এবং তাদের বয়ান খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। ফলে, তাদের বক্তব্য তদন্তে আনা অত্যন্ত জরুরি।
আগামী সোমবার কলকাতা হাইকোর্টে তিলোত্তমা মামলার পরবর্তী শুনানি হবে। তার আগে এই নতুন তৎপরতা থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
Kolkata City: The RG Kar case investigation takes a new turn as CBI intensifies its probe. Nurses and security guards summoned for questioning regarding the young doctor’s murder. Parents demand deeper inquiry into hospital staff’s statements from the night of the incident.