সোমবার নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকদের উপর অত্যন্ত ক্ষুব্ধ হন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতির ভর্ৎসনা মুখে পড়েন ED-র গোয়েন্দারা। এরপরই মঙ্গলবার প্রাথমিক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সক্রিয় হতে দেখা যায় সিবিআই-কে। মঙ্গলবার কলকাতার সল্টলেক, হাওড়ার দাসনগর-সহ একাধিক জায়গায় চলছে কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি।
মঙ্গলবার হাওড়ায় ‘এস বসু রায় অ্যান্ড কোম্পানি’ নামের একটি সংস্থার অফিস-গোডাউনে তল্লাশি চালান গোয়েন্দারা। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার উত্তরপত্র ওএমআর শিট দেখে নম্বর দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল এই ‘এস বসু রায় অ্যান্ড কোম্পানি’ সংস্থাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ্য থেকে। কোম্পানির মালিক কৌশিক মাজির বাড়িতেও চলছে অভিযান। ৭ থেকে ৮ জনের একটি দল আভিযান চালাচ্ছে বলে জানা যাচ্ছে। এই কোম্পানির কালীঘাটেও একটি অফিস রয়েছে।
জানা যাচ্ছে যে সিবিআই জানতে চায় যে কোম্পানির কর্তা কী করে ওমএমআর শিটে নম্বর দেওয়ার দায়িত্ব পেল? কে সুপারিশ করেছিল এবং কেন করা হয়েছিল জানতে চায় সিবিআই।