নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে এবার নাম জড়ালো শহর কলকাতার। হ্যাঁ ঠিকই শুনেছেন। আর এই ঘটনায় এবার চরম পদক্ষেপ নিল সিবিআই (CBI)। নিউটাউনের একটি আবাসনে চলছে তল্লাশি।
আজ কলকাতায় হানা দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অমিত কুমার নামের একজন অভিযুক্তের বাড়িতে চলছে তল্লাশি। ইতিমধ্যে নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডের তদন্তে নেমে একের পর এক তথ্য পাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা জানতে পেরেছেন যে, নালন্দার বাসিন্দা সঞ্জীব মুখিয়া, ওরফে লুটন কুমারই নাটের গুরু। তাঁকেও খুঁজছে সিবিআই।
ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ) পরিচালিত ন্যাশনাল এলিজিবিলিটি এন্ট্রান্স টেস্ট-আন্ডারগ্র্যাজুয়েট (এনইইটি-ইউজি), এনইইটি-পিজি (স্নাতকোত্তর) এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ন্যাশনাল এলিজিবিলিটি টেস্টে (ইউজিসি নেট) অনিয়মের ঘটনাকে ঘিরে উত্তাল হয়ে রয়েছে সমগ্র দেশ।
ঘটনার প্রতিবাদে যন্তর মন্তরে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট পালন করছে বিভিন্ন ছাত্র সংগঠন।মঙ্গলবার সপ্তম দিনে এসে আন্দোলন এগিয়ে নিতে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার ডাক দেন তাঁরা। সিপিআই (এমএল) লিবারেশনের সাথে যুক্ত অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা) এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের ক্রান্তিকারী যুব সংগঠনের (কেওয়াইএস) সদস্যরাও ধর্নায় বসেছেন। এছাড়া অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশনের শেষ দিন বুধবার ‘ইন্ডিয়া’ জোটের দলগুলির ছাত্র সংগঠনগুলির সঙ্গে ‘সংসদ ঘেরাও’ আরেকটি মিছিলের ডাক দিয়েছে শিক্ষার্থীরা। তাদের দাবিগুলির মধ্যে রয়েছে এনটিএ বাতিল করা, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং প্রবেশিকা পরীক্ষা বিকেন্দ্রীকরণ।