ওসির পর এবার সিবিআই-এর নজরে সিপি বিনীত গোয়েল!

তিলোত্তমার ধর্ষণ ও খুনের কাণ্ডে ইতিমধ‌্যেই সন্দীপ ঘোষকে ফের গ্রেফতার করেছে সিবিআই। গতকাল এই ঘটনাতে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।…

তিলোত্তমার ধর্ষণ ও খুনের কাণ্ডে ইতিমধ‌্যেই সন্দীপ ঘোষকে ফের গ্রেফতার করেছে সিবিআই। গতকাল এই ঘটনাতে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকেও গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, এবার সিবিআই-এর নজরে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল(CP Vineet Goyal।

সূত্র মারফত জানা যাচ্ছে, সিপি বিনীত গোয়েলকে তলবের প্রস্তুতি নিচ্ছে সিবিআই। যদিও এরই মাঝে ফের মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তবে সিপি বিনীত গোয়েলকে তলবের পদক্ষেপ নিতে চলেছে সিবিআই।

   

সিবিআই সূত্রে খবর, গত শনিবার টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে মূলত গ্রেফতার করে সিবিআই। কারণ তিলোত্তমা কাণ্ডে কর্তব্যে বহু গাফিলতির অভিযোগ রয়েছে। এই বিষয়টি নিয়ে সিবিআই কর্তারা মনে করছেন, ইচ্ছাকৃতভাবে এক্ষেত্রে গাফিলতি করেছেন টালা থানার ওসি। শনিবার গ্রেফতারির পর সিজিও কমপ্লেক্সে চলছে জিজ্ঞাসাবাদ। আর অভিজিৎ মণ্ডলের কথায় বেশ অসঙ্গতি মিলেছে। সেই কারণে বিনীত গোয়েলের ভূমিকা নিয়েও রয়েছে বহু প্রশ্ন খবর সূত্রের।

Advertisements

এর আগে ১৪ অগস্ট রাতে যখন আরজি কর হাসপাতালে ভাঙচুর হয়, সেখানে দাঁড়িয়েই সিপি বিনীত গোয়েল বলেছিলেন, “আমরা কোনও কিছু ভুল করিনি। আমি আমার অন্তর থেকে বলছি, আমরা কাউকে বাঁচানোর চেষ্টা করছি না।”

 

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News