কলকাতা: কলকাতা: আর জি কর (R G Kar) কাণ্ডের ‘দুর্নীতি’ মামলার তদন্তে বারংবার উঠে এসেছে কলকাতা পুরসভার ডেপুটি ময়র (Deputy Meyor) অতীন ঘোষের নাম। শুক্রবার দুপুর ২ ট ১৫ মিনিট নাগাদ হাতে কিছু কাগজপত্র সহ ডেপুটি মেয়রের শ্যামবাজারের বাড়িতে হানা দেয় সিবিআই (CBI) আধিকারিকরা। হঠাৎ ডেপুটি মেয়রের বাড়িতে কেন?
এই বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা না গেলেও গত বছর আগস্টে আর জি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনায় ‘সিন্ডিকেট’-যোগের অভিযোগে জিজ্ঞাসাবাদ করতেই সিবিআই হানা বলে মনে করা হচ্ছে। মোট তিনটি গাড়ি করে ডেপুটি মেয়রের বাড়িতে যান দুর্নীতি মামলার মুল তদন্তকারী অফিসার সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা।
উল্লেখ্য, গত শনিবারই আর জি করের (R G Kar) দুর্নীতি মামলায় অভিযোগের তালিকায় থাকা অন্যতম নাম সুদীপ্ত রায়ের শ্রীরামপুরের বাড়িতেও গিয়েছিল তদন্তকারীরা। সুত্রের খবর, গতকালই জিজ্ঞাসাবাদের বিষয়ে অতীন ঘোষকে জানিয়ে দিয়েছিলেন সিবিআই আধিকারিকেরা। এদিন বাড়িতেই আছেন তিনি। আরজিকর-এর রোগী কল্যাণ সমতিতে ছিলেন কাশিপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক অতীন ঘোষ। দুর্নীতির সঙ্গে তাঁর কি যোগসূত্র রয়েছে তাই খতিয়ে দেখতে তদন্তকারীদের হানা বলে মনে করা হচ্ছে।
আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনার পরেই প্রকাশ্যে আসে হাসপাতাল ‘চক্র’ এবং আর্থিক দুর্নীতির বিষয়টি। কলকাতা হাইকোর্টের নির্দেশে ধর্ষণ-খুনের ঘটনার সঙ্গে এই মামলাটিরও তদন্ত করছে সিবিআই। এই মামলাতেই গ্রেফতার হয়েছিলেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।