সায়গলের আত্নীয়রা বেআইনি খাদান মালিক, চমকে যাচ্ছে CBI

তৃণমূল কংগ্রেস বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের আত্মীয়রা বিপুল সম্পত্তির মালিক। CBI জেরায় বের হয়ে আসছে তেমনই তথ্য। গোরু পাচার মামলায় রাজ্য…

Anubrata body guard saigal

তৃণমূল কংগ্রেস বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনের আত্মীয়রা বিপুল সম্পত্তির মালিক। CBI জেরায় বের হয়ে আসছে তেমনই তথ্য।

গোরু পাচার মামলায় রাজ্য পুলিশের কর্মী সায়গল হোসেন কে গ্রেফতার করেছে সিবিআই। সায়গলের বেনামি সম্পত্তির হদিস পেতে তার ছয় মামাকে তলব করে সিবিআই। বুধবার সায়গলের তিন মামা জেরায় যা বলেছে তাতে চোখ কপালে সিবিআইয়ের। বেআইনি খাদানের বিপুল সম্পত্তি তাদের।

সিবিআই জানতে পারে সায়গল হোসেনের মামাদের নাম প্রচুর সম্পত্তি রয়েছে। বেশ কয়েকটি পাথর খাদান সহ একাধিক ডাম্পার ট্রাক অয়েছে। সিবিআই সূত্রে খবর, সায়গল হোসেনের বেনামি সম্পত্তি নিজের মামাদের নামে করে রেখেছে। তাদের আয়করের পরিমাণ জানতে চেয়েছে সিবিআই। সমস্ত তথ্য তলব করা হয়েছে।

গোরুপাচার কাণ্ডে তদন্তে নেমে সায়গলকে নিয়ে সিবিআইয়ের হাতে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। সূত্রের খবর, ১৪ জনের একটি স্পেশাল টিম কাজ করত সায়গালের হয়ে। ১৪ জনের স্পেশাল টিম নিয়ে তোলা তুলত সায়গল। তার নামে এবং বেনামে মোট সম্পত্তির পরিমাণ ১৫০ কোটির বেশি।