নিয়োগ দুর্নীতি মামলায় CBI এর সাত দুঁদে গোয়েন্দা কারা? তৃণমূলে প্রবল জল্পনা

নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে দুই কেন্দ্রীয় এজেন্সি ইডি ও সিবিআই (CBI)। এই তদন্তে এবার দুঁদে সাত গোয়েন্দাকে তদন্তের জন্য পাঠানো হল।

CBI searched the SSC building

নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে দুই কেন্দ্রীয় এজেন্সি ইডি ও সিবিআই (CBI)। এই তদন্তে এবার দুঁদে সাত গোয়েন্দাকে তদন্তের জন্য পাঠানো হল। তাদের নিজাম প্যালেসে সিবিআই কার্যালয়ে যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই ৭ জন অফিসারকে বিভিন্ন জোন থেকে আনা হচ্ছে। ২ মাস তারা কলকাতায় থাকবেন। তদন্তে অংশগ্রহণ করবেন।

Advertisements

নয়াদিল্লি, বিশাখাপত্তনম, রাঁচি, ধানবাদ, ভুবনেশ্বর এবং ভোপালের সিবিআই দফতর থেকে সাত দুঁদে সিবিআই অফিসারদের নিয়ে আসছে সিবিআই। নিয়োগ দুর্নীতিতে গতি বদলাতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

   

কারা এই অফিসার? এ নিয়ে শাসক তৃণমূলের অন্দরে শুরু হয়েছে তীব্র জল্পনা। নিয়োগ দুর্নীতিতে তদন্তে আরও অনেক প্রভাবশালীর নাম রয়েছে। সেকারণেই তদন্তে গতি বাড়াতে বিরাট পদকক্ষেপ নেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে।