মেয়ের নামও যুক্ত, একাদশ-দ্বাদশ শিক্ষক নিয়োগ মামলায় বড় পদক্ষেপ

নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ‌্যরাজনীতি। বৃহস্পতিবার এসএসসি (SSC Recruitment Scam)  নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড় নিল। দীর্ঘদিন ধরে তদন্ত চলার পর অবশেষে আলিপুরের বিশেষ সিবিআই…

cbi-court-frames-charges-against-partha-chatterjee-20-others-in-ssc-recruitment-scam

নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ‌্যরাজনীতি। বৃহস্পতিবার এসএসসি (SSC Recruitment Scam)  নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড় নিল। দীর্ঘদিন ধরে তদন্ত চলার পর অবশেষে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে গঠন হল চার্জশিট। বৃহস্পতিবার আদালত জানিয়েছে, এই মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ মোট ২১ জন অভিযুক্তের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করা হয়েছে। এর ফলে শিগগিরই শুরু হবে মূল বিচারপ্রক্রিয়া।

একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠে আসার পর থেকেই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে প্রবল আলোড়ন তৈরি হয়। অভিযোগ ছিল, নিয়মিত পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বদলে অবৈধ আর্থিক লেনদেনের মাধ্যমে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল। এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে বিপুল সংখ্যক প্রার্থী প্রতারিত হয়েছিলেন। তাঁদের অভিযোগ ও মামলা থেকেই শুরু হয় দীর্ঘ তদন্ত, যা পরে সিবিআইয়ের হাতে যায়।মামলাপত্র অনুযায়ী, নাম রয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী, তাঁর কন্যা অঙ্কিতা অধিকারী, এসএসসি উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিনহা, এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য, সমরজিৎ আচার্য, নিয়োগ কর্তা কল্যাণময় গঙ্গোপাধ্যায়, অশোক সাহা, এসএসসি আধিকারিক পর্ণা বসু-সহ মোট ২১ জনের। 

   
Advertisements

চার্জ গঠনের খবর ছড়াতেই রাজনৈতিক অঙ্গনে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়। বিরোধীরা বহুদিন ধরেই দাবি করে আসছিলেন যে, রাজ্যের শিক্ষা দপ্তরে একাধিক স্তরে দুর্নীতি চলেছে এবং সেই দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন শাসক দলের প্রভাবশালী নেতারা।