Food SI :পিএসসি ভবনের সামনে বিক্ষোভ, ফের পরীক্ষার দাবি

গত ১৬ এবং ১৭ মার্চ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টরের পরীক্ষা ছিল। এই পরীক্ষাটি পাবলিক সার্ভিস কমিশন প্রতিবার আয়োজন করে। ২০২৪ ফুড এসআই-এর পরীক্ষা নিয়ে তীব্র…

exam

গত ১৬ এবং ১৭ মার্চ খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টরের পরীক্ষা ছিল। এই পরীক্ষাটি পাবলিক সার্ভিস কমিশন প্রতিবার আয়োজন করে। ২০২৪ ফুড এসআই-এর পরীক্ষা নিয়ে তীব্র ক্ষোভে কথা জানা গিয়েছে। অনেক পরীক্ষার্থী আবার নতুন করে পরীক্ষার দাবি করেছেন।

Advertisements

একটি খবরের ভিত্তিতে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে কলকাতার পিএসসি ভবনের সামনে বিক্ষোভ দেখান পরীক্ষার্থীদের একাংশ। তাঁদের দাবি আবার নতুন করে পরীক্ষা নিতে হবে। কিন্তু আবার নতুন করে কেন পরীক্ষা নিতে হবে? এই প্রশ্নের উত্তরে এক বিক্ষোভকারী জানান, ” পরীক্ষা স্বচ্ছ হয়নি। প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। এমন পরীক্ষা নিয়ে কী লাভ ?” বেশকয়েকজন বিক্ষোভকারীর হাতে প্ল্যাকার্ড ছিল, যেখানে লেখা ছিল, ‘রি-এক্সাম’।

   

সোহম জোয়ারদার নামে এক পরীক্ষার্থীদের কলকাতা ২৪*৭ কে ফোনে জানান, ” আমি নিজে প্রশ্নপত্র কয়েকটি ওয়েব সাইটে ঘুরতে দেখেছি। যদিও আমার পরীক্ষা কেন্দ্রে কোন ঘটনা ঘটেনি তবে সমাজ মাধ্যমে দেখেছি কিছু কেন্দ্রে ফোন নিয়ে পরীক্ষা দিচ্ছে।”

প্রসঙ্গত মাত্র ৪৫০টি আসনের জন্য ১৩লাখ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছে বলে জানা গিয়েছে। এনিতেই স্কুল সার্ভিস কমিশন নিয়ে বিস্তুর দুর্নীতির সাক্ষী থেকেছে কলকাতা, এবার নতুন করে খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টরের পরীক্ষা নিয়ে অস্বচ্ছতার অভিযোগ উঠল।