খোদ রাজ্যপালের বিরুদ্ধে উঠেছে শ্লীলতাহানির অভিযোগ! রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে অভিযোগ করেছেন রাজভনেরই এক মহিলা কর্মী। বৃহস্পতিবার সন্ধের এই ঘটনার পরেই বাংলার রাজ্য রাজনীতি তোলপাড় হয়েছে। তাহলে কী গ্রেফতার হতে পারেন বোস বাবু! কী বলছে সংবিধান? ভারতীয় সংবিধানের রক্ষাকবচ পান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাই তাঁকে সরাসরি গ্রেফতার করতে পারবে পুলিশ। শুধু গ্রেফতারই নয়, তাঁর আগে রয়েছে জটিল আইনি প্রক্রিয়া।
একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে, সাংবিধানিক রক্ষাকবচ থাকার কারণে তাঁকে জিজ্ঞাসাবাদও করা যেতে পারে না। বাংলার রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠার পর বৃহস্পতিবার ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বলেছিলেন, ”সংবিধানের অনুচ্ছেদ ৩৬১ অনুসারে, রাষ্ট্রপতি এবং রাজ্যপালদের বিরুদ্ধে কোনও ফৌজদারি পদক্ষেপ করা যায় না। সাংবিধানিক রক্ষাকবচ রয়েছে রাজ্যপালের। সুপ্রিম কোর্ট একে কী ভাবে ব্যাখ্যা করবে, তা তো বোঝা সম্ভব নয়।” একমাত্র বিষয়টি সুপ্রিম কোর্টের হাতে আছে বলে জানা গিয়েছে। সুপ্রিম কোর্টের আদেশের পরই কিছু হতে পারে, তার আগে কিচ্ছু নয়।
রাজ্যপাল বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনের এক অস্থায়ী কর্মী। মহিলা রাতে হেয়ার স্ট্রিট থানায় গিয়েছিলেন। সেখানে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান। তাঁর অভিযোগ তাঁকে একাধিকবার শ্লীলতাহানির চেষ্টা করেন রাজ্যপাল। শুধু তাই নয়, তাঁকে চাকরির টোপও দেওয়া হয়। তবে এই ব্যাপারে সব অভিযোগ উড়িয়ে পুরো বিষয়টাকে মিথ্যে বলে দাবি করেছেন রাজ্যপাল। তবে এই অভিযোগ পাওয়ার পরে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সেই বিষয়েও পরামর্শ নিচ্ছে কলকাতা পুলিশ।