বাম আমলেও নিয়োগ দুর্নীতি, প্যানেল জমা দেওয়ার নির্দেশ হাইকোর্টের

এবার শুধু তৃণমূল নয়, বাম (CPIM) আমলের নিয়োগ দুর্নীতি নিয়েও বিস্তারিত তথ্য চাইল আদালত। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, আগামী এক মাসের…

Calcutta high court summons panal of teacher recruitment during cpim regime

এবার শুধু তৃণমূল নয়, বাম (CPIM) আমলের নিয়োগ দুর্নীতি নিয়েও বিস্তারিত তথ্য চাইল আদালত। শুক্রবার কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, আগামী এক মাসের মধ্যে মালদহ জেলায় ওই নিয়োগের প্যানেল জমা দিতে হবে পর্ষদকে। আগামী ২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। প্রাথমিক স্কুলে বাম আমলের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল দেখতে এমনই নির্দেশ দিয়েছে আদালত। 

আরজি কর ইস্যুতে ‘রাজনৈতিক’ পোস্ট, শতরূপের নিশানায় পাটুলি থানার ওসি

   

২০০৯ সালে মালদহে কয়েক হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তখন রাজ্যে ক্ষমতায় ছিল বামেরা (CPIM) । যদিও সেই সময় ওই পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। ২০১৪ সালে ওই পরীক্ষা নেওয়া হয়। সেই সময় রাজ্যে ক্ষমতায় ছিল তৃণমূল। সাত বছর পরে অর্থাৎ ২০২১ সালে ফল প্রকাশ হয়। গত বছর ওই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়।

শিশু নিগ্রহের রায়ে অসন্তুষ্ট, বিচারকদের বাড়িতেই হামলা চালাল দুষ্কৃতীরা

সঞ্জীব পাল সহ ৩০০ জনেরও বেশি মানুষের নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম হয়েছে বলে দাবি। প্রার্থীদের আইনজীবী ফিরদৌস শামিমের দাবি, ই নিয়োগ প্রক্রিয়ার বকেয়া শূন্যপদে কারা, কোন পদ্ধতিতে নিয়োগ পেলেন, তা পরিষ্কার নয়।

মাত্র ৬ ঘণ্টা ধৈর্য ধরুন! আপনাকে ভাগলপুর থেকে হাওড়া পৌঁছে দেবে এই ট্রেন

হাইকোর্টের বক্তব্য মামলাকারীদের বক্তব্যের সঙ্গে ২০০৯ সালের প্যানেল মিলিয়ে দেখলে তবেই অনিয়ম কোথায় হয়েছে তা পরিস্কার হবে।