কলকাতা হাইকোর্টে রাজ্যের মেডিক্যাল পোস্টিং বিতর্ক, স্থগিত রায়

রাজ্যের মেডিক্যাল পরিষেবায় পোস্টিং নিয়ে দীর্ঘদিনের বিতর্ক শিগগিরই মিটতে চলেছে। জুনিয়র চিকিৎসক এবং আরজি কর(RG Kar) আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, দেবাশিস হালদার ও আসফাকুল্লা…

Kolkata police assault on lawyer

রাজ্যের মেডিক্যাল পরিষেবায় পোস্টিং নিয়ে দীর্ঘদিনের বিতর্ক শিগগিরই মিটতে চলেছে। জুনিয়র চিকিৎসক এবং আরজি কর(RG Kar) আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো, দেবাশিস হালদার ও আসফাকুল্লা নাইয়ার দায়ের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) শুনানি শেষ হয়েছে। সোমবার রাজ্যের পক্ষ থেকে তোলা আপত্তির শুনানির পর রায়দান আপাতত স্থগিত রাখলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

Advertisements

অভিযোগ, কাউন্সেলিংয়ের মাধ্যমে নির্ধারিত হাসপাতালে পোস্টিং হওয়ার কথা থাকলেও তাঁদের ইচ্ছার বিরুদ্ধে অন্যত্র বদলি করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। এই অভিযোগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অনিকেত, দেবাশিস এবং আসফাকুল্লা।

   

শুনানি চলাকালীন রাজ্যের পক্ষ থেকে সাফ জানানো হয়, সরকারি কর্মীদের পোস্টিং ও বদলির বিষয় প্রশাসনিক ট্রাইবুনালের আওতায় পড়ে; ফলে হাইকোর্টে এই মামলা চলতে পারে না।

বিচারপতি বিশ্বজিৎ বসু জানান, উভয় পক্ষের বক্তব্য শোনা হয়েছে। মামলাটি গ্রহণযোগ্য কি না, সেই সিদ্ধান্ত এই সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে।

অভিযোগ উঠছে, বেছে বেছে আরজি কর আন্দোলনের অন্যতম মুখদের বদলির নামে নতুন করে হেনস্থা করা হচ্ছে। সেই পরিস্থিতিতেই এই তিন চিকিৎসকের মামলা নতুন মাত্রা যোগ করেছে। চিকিৎসক মহল থেকে প্রশাসনিক মহল—সবার নজর এখন হাইকোর্টের রায়ের দিকে।