Calcutta High Court: ভোটের মুখে জোড়া ধাক্কা রাজ্যের, এনআইএ আধিকারিকদের রক্ষাকবচ দিল হাইকোর্ট

ভোটের মুখে একদিনে জোড়া ধাক্কা খেল রাজ্য। ভূপতিনগর কাণ্ডে প্রশ্নের মুখে পড়ল রাজ্য প্রশাসন। শুধু তাই নয় রাজ্য সরকারের করা মামলার বিষয়ে প্রশ্ন তুলল কলকাতা…

Calcutta High Court

ভোটের মুখে একদিনে জোড়া ধাক্কা খেল রাজ্য। ভূপতিনগর কাণ্ডে প্রশ্নের মুখে পড়ল রাজ্য প্রশাসন। শুধু তাই নয় রাজ্য সরকারের করা মামলার বিষয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ভূপতিনগরকাণ্ডে এনআইএ-কে রক্ষাকবচ হাইকোর্টের।অর্থাৎ রাজ্য সরকারের রজু করা মামলায় আপাতত কোনও এনআইএ আধিকারিককে তলব করে জিজ্ঞাসাবাস করতে পারবে না রাজ্য সরকার।

Advertisements

আবার সন্দেশখালি কাণ্ডে রাজ্য পুলিশের অপর থেকে সমস্ত তদন্তের দায়িত্ব তুলে দেওয়া হলো সিবিআইয়ের হাতে। সন্দেশখালি নিয়ে কলকাতা হাই কোর্টে মোট পাঁচটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল। একত্রে সেই মামলাগুলি শুনছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। সেই মামলাতেই মঙ্গলবার রায় ঘোষণা করা হল। সিবিআই তদন্তের নির্দেশ দিল উচ্চ আদালত।

   

সন্দেশখালির স্পর্শকাতর এলাকায় সিসি ক্যামেরা বসাতে বলেছে আদালত। উত্তর ২৪ পরগনার জেলাশাসক, পুলিশ সুপার, স্থানীয় প্রশাসনকে একসঙ্গে মিলে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করতে হবে। রাস্তায় বসাতে হবে এলইডি আলো। সিসিটিভি এবং এলইডি আলোর খরচ বহন করবে রাজ্য সরকার। একই দিনে জোড়া ধাক্কা খেল রাজ্য সরকার। ভোটের আগে হাইকোর্টের এই দুই নির্দেশে স্বাভাবিক ভাবেই ব্যাকফুটে রাজ্য সরকার।