Monday, December 8, 2025
HomeWest BengalKolkata Cityশুভেন্দুকে নেতাই যেতে বাধা, শীর্ষ পুলিশ কর্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হাইকোর্টের

শুভেন্দুকে নেতাই যেতে বাধা, শীর্ষ পুলিশ কর্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হাইকোর্টের

বামফ্রন্ট আমলে হয়েছিল নেতাই গণহত্যা

- Advertisement -

বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীকে নেতাই যেতে বাধা দেওয়ার মামলায় আদালত অবমাননার অভিযোগে রাজ্য পুলিশের তিন আধিকারিকদের শো কজ করল কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের ডিজি, ঝাড়গ্রামের পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারের বিরুদ্ধে রুল জারি করা হয়েছে।

আগামী ৩০ জুলাইয়ের মধ্যে পুলিশ আধিকারিকদের শোকজের জবাব চেয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চ।

   

উল্লেখ্য, চলতি বছর ৮ জানুয়ারি নেতাই গণহত্যার দিনে নিহতদের শ্রদ্ধা জানাতে গেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নেতাই ঢোকার ২০ কিলোমিটার আগেই বিরোধী দলনেতাকে আটকে দেওয়া হয়। সেখান থ্যেকে ফিরে যেতে শুভেন্দু অধিকারীকে। পরে ডিজি, পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন নন্দীগ্রামের বিধায়ক।

মামলাকারীর তরফে জানানো হয়েছে, রাজ্যের বিরোধী দলনেতা যে কোনও প্রান্তে যেতে পারেন। এবিষয়ে অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় আদালতকে আশ্বস্ত করেছিলেন। এমনকি রাজ্য প্রয়োজনীয় নিরাপত্তা দেবে বলেও জানান তিনি। কিন্তু তা হয়নি। বরং নেতাই যাওয়ার পথে আটকে দেওয়া হল শুভেন্দু অধিকারীকে। তাই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular